Michael Hussey: তাঁর এতদিনে এসে মনে হয়েছে যে, তিনি যদি আরেকটু কম বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করতেন বা একটু আগে যদি তাঁর বিশ্ব ক্রিকেটে অভিষেক হত, তাহলে তিনি সচিনকে ছাপিয়ে যেতে পারতেন। 

Michael Hussey: হাস্যকর দাবি প্রাক্তন অস্ট্রেলিয়া তারকা মাইকেল হাসির (michael hussey stats)। আসলে ২২ গজের বহুর রেকর্ড মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। তাঁর ধারেকাছে অনেকেই নেই। কিন্তু এবার আজব দাবি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল হাসির (michael hussey debut)। 

সচিনের থেকে তিনি অন্তত ৫,০০০ রান বেশি করতেন?

তাঁর এতদিনে এসে মনে হয়েছে যে, তিনি যদি আরেকটু কম বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করতেন বা একটু আগে যদি তাঁর বিশ্ব ক্রিকেটে অভিষেক হত, তাহলে তিনি সচিনকে ছাপিয়ে যেতে পারতেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল হাসি দাবি করেছেন, সচিনের থেকে তিনি অন্তত ৫,০০০ রান বেশি করতেন।

একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একটি বিষয় নিয়ে অনেকবার ভেবেছি। যদি আমি কুড়ির কোঠায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেতাম, তাহলে হয়ত সচিনের থেকে ৫,০০০ রান বেশি করতে পারতাম। আর ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান আমারই হত। এমনকি, সবচেয়ে বেশি শতরানও আমারই ঝুলিতে থাকত। সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি অ্যাসেজ় এবং বিশ্বকাপ জয়, সবই আমার হত। কিন্তু সেইসব আদতে স্বপ্নই থেকে গেল।”

মোট ২২টি আন্তর্জাতিক শতরান করেছেন হাসি

পরিসংখ্যান বলছে, "৭৯টি টেস্ট ম্যাচে হাসির মোট রান ৬,২৩৫ এবং গড় ৫১.৫২। অন্যদিকে, একদিনের ক্রিকেটে ১৮৫টি ম্যাচ খেলে মাইকেল হাসির ঝুলিতে ৫,৪৪২ রান এবং গড় ৪৮.১৫। সেইসঙ্গে, দেশের হয়ে তিনি ৩৮টি টি-২০ ম্যাচে করেছেন ৭২১ রান। সবমিলিয়ে, মোট ২২টি আন্তর্জাতিক শতরান করেছেন হাসি। এছাড়া দেশের হয়ে একবার বিশ্বকাপ জিতেছেন। 

উল্টোদিকে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হওয়া সচিনের ২০০টি টেস্ট খেলে রান ১৫,৯২১। শতরান রয়েছে ৫১টি। একদিনের ক্রিকেটে ৪৬৩টি ম্যাচে মাস্টার ব্লাস্টার করেছেন ১৮,৪২৬ রান, শতরান আছে ৪৯টি এবং সবমিলিয়ে, মোট শতরান ১০০টি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।