- Home
- Sports
- Cricket
- Sourav Ganguly Birthday: বয়স তো সংখ্যামাত্র, ৫২ বছর পূর্ণ করেও আকর্ষণীয় যুবক 'প্রিন্স অফ ক্যালকাটা'
Sourav Ganguly Birthday: বয়স তো সংখ্যামাত্র, ৫২ বছর পূর্ণ করেও আকর্ষণীয় যুবক 'প্রিন্স অফ ক্যালকাটা'
- FB
- TW
- Linkdin
সোমবার ৫২ বছর পূর্ণ করল 'বেহালার ছেলেটা', শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা
৫২ বছর বয়স হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সোমবার তাঁর জন্মদিন।
৫২ বছর বয়স হলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও যথেষ্ট ফিট, তিনি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। তিনি তরুণ ক্রিকেটারদের সাহায্য করছেন।
বিসিসিআই সভাপতি হিসেবেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিসিসিআই সভাপতি হন, সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁকে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি করান সৌরভ।
ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে 'টিম ইন্ডিয়া' গড়ে তোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হন, সেই সময় গড়াপেটা কাণ্ডে তীব্র সমস্যায় ছিল ভারতীয় ক্রিকেট। সেই অবস্থা থেকে দলকে বের করে আনেন সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হওয়ার পরেই বিদেশে টেস্ট ম্যাচ জিততে শুরু করে ভারতীয় দল
ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর একঝাঁক তরুণ ক্রিকেটারকে খেলার সুযোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিদেশে টেস্ট ম্যাচ জেতার উপর জোর দেন।
২০০১ ও ২০০৩-০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায়
২০০১ সালে অপ্রতিরোধ্য হয়ে ওঠা অস্ট্রেলিয়া দলকে দেশের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এরপর ২০০৩-০৪ মরসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে ভারত। সেই দলেরও অধিনায়ক ছিলেন সৌরভ।
ভারতের অধিনায়ক হিসেবে পাকিস্তান সফরে গিয়ে সিরিজ জিতে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৪ সালে ভারতের অধিনায়ক হিসেবে পাকিস্তান সফরে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেবার টেস্ট, ওডিআই সিরিজ জেতে ভারতীয় দল।
ক্রিকেটের বাইরে বিজ্ঞাপন, উপস্থাপক, ব্যবসায়ী, নানা পরিচয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যস্ততা যেন বেড়ে গিয়েছে। তিনি এখনও নানা কাজে ব্যস্ত।