সংক্ষিপ্ত
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের যুদ্ধ শুধু ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। পাকিস্তানের ক্রিকেটাররা বরাবরই ধর্ম, রাজনীতি, সেনাবাহিনী, আইএসআই দ্বারা প্রভাবিত। এখনও সেই ধারায় বদল আসেনি।
অযোধ্যায় রাম মন্দির নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। তাঁর দাবি, অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যাওয়া হিন্দুরা মুসলিম হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় মিঁয়াদাদের এই ভিডিও ভাইরাল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে, ‘যে হিন্দুরা অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যাচ্ছে তারা মুসলিম হয়ে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস হল, আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত জায়গায় যারা যাচ্ছে, তাদের উপর আলোক বর্ষিত হবে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে মোদী হয়তো ভুল কাজ করেছেন, কিন্তু এটা আমাদের পক্ষে শাপে বর হতে চলেছে। আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে। এই জায়গা থেকেই ফের মুসলিমরা জেগে উঠবে।’
ভারত-বিরোধী মিঁয়াদাদ
ক্রিকেট কেরিয়ারে বরাবরই ভারত-বিরোধী হিসেবে পরিচিত মিঁয়াদাদ। খেলা ছাড়ার পরেও তাঁর ভারত-বিরোধী মনোভাব বদলায়নি। ভারতের মোস্ট আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে আত্মীয়তা স্থাপন করেছেন মিঁয়াদাদ। তিনি একাধিকবার ভারত-বিরোধী মন্তব্য করেছেন। এবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন ঠিক হয়ে যাওয়ার পর ফের ভারত-বিরোধী ও হিন্দু-বিরোধী মন্তব্য করলেন মিঁয়াদাদ। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
হিন্দু-বিরোধী মিঁয়াদাদ
বারবার হিন্দু-বিরোধী মন্তব্য করেছেন মিঁয়াদাদ। ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের ৩ দিন পর একটি ভিডিও প্রকাশ করেন মিঁয়াদাদ। সেই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, হিন্দু-বিরোধী মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এর ২ মাস আগে হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মিঁয়াদাদ। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
পাকিস্তানের ভারত-বিরোধিতা
এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা শুরু হওয়ার পর থেকেই ভারত-বিরোধিতা শুরু হয়েছে। বিসিসিআই-এর বিরুদ্ধে পিচ বদল, বল বদল, ডিআরএস-এ কারচুপি, টস-ফিক্সিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। ক্রিকেট-বহির্ভূত মন্তব্যও করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ইনজামাম-উল-হক দাবি করেছেন, এক মৌলানার কথা শুনে মুসলিম ধর্ম গ্রহণ করার কথা ভেবেছিলেন হরভজন সিং। যদিও সে কথা অস্বীকার করেছেন হরভজন। সইদ আনোয়ার দাবি করেছেন, নরেন্দ্র মোদী, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা-সহ অমুসলিমরা যাতে ধর্মান্তরিত হয়ে যান, এর জন্য প্রার্থনা করছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক বিতর্কিত মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। তীব্র বিতর্ক চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Saeed Anwar: 'মোদী-সচিনের ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রার্থনা করছি,' ভাইরাল সইদ আনোয়ারের অডিও
Harbhajan Singh: 'কোন সস্তার নেশা করে এমন কথা বলে...' ইনজামামকে তোপ হরভজনের
India Vs New Zealand: ভারতের সাফল্যে ঈর্ষা চরমে, নতুন অভিযোগ পাকিস্তানের