Virat Kohli Greg Chappell: এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের 'জ্বলন্ত হৃদয়' ছিলেন কোহলি বলে মন্তব্য করেছেন গ্রেগ চ্যাপেল। 

Virat Kohli Greg Chappell: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়েছেন অনেকেই। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক এবং প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল কোহলিকে ভূয়সী প্রশংসা করেছেন। 'ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি' হিসেবে তিনি কোহলিকে অভিহিত করেছেন। অনেক ক্ষেত্রেই কোহলি ভারতীয় ক্রিকেটে শচীনের চেয়েও বেশি প্রভাব ফেলেছেন বলেও তিনি মন্তব্য করেছেন। ইএসপিএন ক্রিকইনফোতে তার কলামেই গ্রেগ চ্যাপেলের এই প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। 

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের 'জ্বলন্ত হৃদয়' ছিলেন কোহলি বলে জানিয়েছেন চ্যাপেল।

ক্রিকেটে এ যাবৎকালে দেখা 'অস্ট্রেলীয়-নয়-এমন অস্ট্রেলীয় খেলোয়াড়' হলেন বিরাট কোহলি বলেও তিনি মন্তব্য করেছেন। সাদা পোশাক পরা একজন যোদ্ধা, কখনও এক ইঞ্চিও ছাড় দেন না, নিজের বোলার এবং ফিল্ডারদের কাছ থেকে সবসময় আরও ভালো পারফরম্যান্স আশা করেন, সর্বোপরি নিজের পারফরম্যান্স সেরা করার চেষ্টা করেন। সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটকে নতুন মেরুদণ্ড দিয়েছিলেন। এম.এস. ধোনি শান্ত নেতৃত্ব এবং সাদা বলের ক্রিকেটে আধিপত্য এনেছিলেন। কিন্তু কোহলি? কোহলি আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছিলেন। চ্যাপেল বলেছেন।

Scroll to load tweet…

কোহলির অধিনায়কত্বের সময়কাল, বিশেষ করে টেস্টে, ভারতের ভাবমূর্তি বদলে দিয়েছে বলে চ্যাপেল উল্লেখ করেছেন। শুধু নিজের দেশেই নয়, বিদেশের মাটিতেও ভারত আক্রমণাত্মক প্রতিপক্ষে পরিণত হয়েছে। দলে ফিটনেস সম্পর্কিত সচেতনতা তিনি বৃদ্ধি করেছেন। বিশ্বব্যাপী ভারতীয় পেস আক্রমণকে ভয়ঙ্কর করে তুলেছেন। শচীন একজন প্রতিভা ছিলেন। ধোনি একজন দুর্দান্ত কৌশলী ছিলেন। কিন্তু কোহলি শুধু ফলাফলই নয়, মানসিকতাও বদলে দিয়েছেন বলে চ্যাপেল মন্তব্য করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।