Virat Kohli Sanjay Manjrekar: এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিক ক্রিকেটারের সম্পর্কে আলপটকা মন্তব্য করে পরে ঢোঁক গিলেছেন সঞ্জয় মঞ্জরেকর।
Virat Kohli Sanjay Manjrekar: একবার নয় একাধিকবার এইরকম বলে পরে নিজের কথাই আবার নিজেকে গিলতে হয়েছিল। ঠিক যেমন সোমবার, আবারও গিলতে হল ১৩ বছর আগে বিরাট কোহলিকে নিয়ে করা একটি মন্তব্যকে। ‘বিরাট’ মাপের না হয়েও কেন যে তিনি এইরকম মন্তব্য করেন, তা নিয়েও অনেকে খোঁচা দিয়েছেন।
প্রসঙ্গত, বিরাট কোহলি অবসর ঘোষণার পর, মঞ্জরেকর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। যে নিজের সবটা ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাটের জন্যই দিয়েছে। টেস্ট ক্রিকেট সবসময় বিরাট কোহলির কাছে ঋণী থাকবে।”
আর মঞ্জরেকর এই মন্তব্য করার পরেই সমর্থকরা মনে করিয়ে দিয়েছেন গত ২০১২ সালে তাঁর করা একটি পোস্টের কথা। সেখানে এই বিরাট কোহলি সম্পর্কে মাত্র একটি লাইনেই সঞ্জয় মঞ্জরেকর বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি টেস্ট ক্রিকেটই নাকি খেলার যোগ্য নন।
গত ২০১২ সালের ৬ জানুয়ারি, সেই পোস্টে মঞ্জরেকর লেখেন, “আমি তবুও ভিভিএসকে লক্ষ্মণকে বসিয়ে দিয়ে পরের টেস্টে রোহিতকে খেলানোর পক্ষে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছাপ থাকবে তাতে। বিরাটকে আরও একটা টেস্ট খেলতে দেওয়া হোক! যাতে প্রমাণ হয়, ও টেস্ট ক্রিকেট খেলার যোগ্য নয়।”
আজ থেকে ১৩ বছর আগে, মঞ্জরেকর যখন সেই পোস্টটি করেছিলেন, তখন অস্ট্রেলিয়া সফরে ছিল ভারত। আর সেটাই বিরাটের প্রথম অস্ট্রেলিয়া সফর ছিল। মঞ্জরেকরের যেদিন এই লেখা লিখেছিলেন, সেদিন সিডনিতে দ্বিতীয় টেস্টে ভারত এক ইনিংস এবং ৬৮ রানে পরাজিত হয়।
কিন্তু নাটক তখনও অনেকটাই বাকি ছিল। বিরাট কোহলি তারপরের টেস্টই শুধু নয়, এরপর খেলেন সিরিজের চতুর্থ টেস্টেও। কার্যত, মঞ্জরেকরকে মুখের উপর জবাব দিয়েছিলেন তিনি। কোহলি প্রথম ইনিংসে ৪৪ এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করেছিলেন সেই ম্যাচে। দুটি ইনিংসেই দলের জন্য সর্বোচ্চ রান ছিল তাঁর।
তারপর চতুর্থ টেস্টটি ছিল অ্যাডিলেডে। সেই টেস্টের প্রথম ইনিংসে কোহলি করেন ১১৬ রান। সেটিই তাঁর টেস্ট ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান। তারপর আরও ২৯টি শতরান করেছেন কিং কোহলি। তবে তাঁকে নিয়ে করা সেই পোস্টের জন্য কোনওদিনও ক্ষমা চাননি সঞ্জয় মঞ্জরেকর।
উল্টে এদিন কোহলিকে নিয়ে পোস্ট করে পাল্টি খেলেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।