GT vs MI Eliminator 2025: নিঃসন্দেহে ২২ গজের অন্যতম একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটি। মুখোমুখি গুজরাত বনাম মুম্বই (GT vs MI 2025)।
GT vs MI Eliminator 2025: নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে অবস্থিত মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায়, আইপিএল প্লে-অফের এলিমিনেটর ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যেন ক্রমশই চড়ছে (IPL 2025 live score)। নিঃসন্দেহে ২২ গজের অন্যতম একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটি। মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)।
প্রসঙ্গত, ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতে, ১৮ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের তৃতীয় স্থানে শেষ করে গুজরাত। বলা চলে, গোটা প্রতিযোগিতায় শুভমান গিলের নেতৃত্বে বেশ ভালোই খেলেছে টাইটান্সরা। বিশেষ করে জস বাটলার এবং সাই সুদর্শনের কথা তো বলতেই হয় (GT vs MI 2025 Live score)। তবে মুম্বই প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়লেও, পরবর্তীতে কিন্তু লাগাতার ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় তারা এবং পয়েন্টস টেবিলের চার নম্বরে শেষ করে প্লে-অফ নিশ্চিত করে। সবথেকে বড় বিষয়, অধিনায়ক হার্দিক এবং রোহিত শর্মার ফর্মে ফিরে আসা।
এদিকে এলিমিনেটর ম্যাচের নিয়মানুযায়ী, যে দল হারবে সেই দল আইপিএল থেকে বিদায় নেবে (GT vs MI 2025)। আর যে দল জিতবে, তাদেরকে কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের সঙ্গে খেলতে হবে। সেই ম্যাচটি কোয়ালিফায়ার ২ হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে শুক্রবার যে দল জিতবে, তারা খেলতে নামবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (IPL 2025 points table)।
কার্যত, এদিন নক-আউট পর্বের মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে এটি এবং দুরন্ত ক্রিকেট দেখার আশায় রয়েছেন ফ্যানরা। ফলে, বোঝাই যাচ্ছে যে, ২২ গজে দুর্দান্ত লড়াই অপেক্ষা করে রয়েছে। এমনিতেই একাধিকবার আইপিএল জিতেছে মুম্বই। ফলে, তাদের অভিজ্ঞতা এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পিচ রিপোর্ট কী বলছে?
এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৩। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলা হয়েছে এই মাঠে। তার মধ্যে তিনটিতেই প্রথমে ব্যাট করে জয় এসেছে। তবে চলতি মরশুমে দুই দল এই ভেন্যুতে এর আগে একটিও ম্যাচ খেলেনি। ফলে, তাদের মানিয়ে নিতে হবে পরিস্থিতির সঙ্গে।
একঝলকে পরিসংখ্যান
চলতি আইপিএলে গুজরাত মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিগুণ জয় পেয়েছে এবং তাদের শেষ চারটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে। যার মধ্যে আবার গত ২০২৩ সালের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও রয়েছে।
ড্রেসিংরুমের কী আপডেট?
একদিকে গুজরাত পাচ্ছে না জস বাটলারকে। অন্যদিকে, মুম্বইয়ের রায়ান রিকেলটন, উইল জ্যাকস এবং করবিন বশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শিবির ছেড়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
