রবিবারই কি ভারতীয় দলের হয়ে শেষবার ওডিআই ফর্ম্যাটে খেলছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা? এই জল্পনা তুঙ্গে উঠেছে।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগেই রবীন্দ্র জাডেজার অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই তারকা অলরাউন্ডার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার খেতাব নির্ধারণের লড়াইয়ের পরেই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কি না, সেই জল্পনা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন বিরাট কোহলি তাঁর দীর্ঘদিনের সতীর্থ জাডেজাকে উষ্ণ আলিঙ্গন করার পরেই এই জল্পনা শুরু হয়েছে। নিজের স্পেলের ১০ নম্বর তথা শেষ ওভারটি করার পর জাডেজার দিকে এগিয়ে যান বিরাট। তিনি গভীর আবেগে সতীর্থ অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন করেন। তবে বিরাট তাঁর সতীর্থকে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কারণে আলিঙ্গন করেছিলেন না আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ফাইনালে প্রথম ইনিংসে তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্য, তা নিশ্চিত নয়।

ফাইনালে দুর্দান্ত বোলিং জাডেজার

রবিবার জাডেজা ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন। তিনি ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে টম ল্যাথামের উইকেট নেন। তাঁর বোলিং শেষ হওয়ার পরেই অবসর নিয়ে আলোচনা চলছে। এর আগে, যখনই কোনও ক্রিকেটারের অবসরের কথা জানতে পেরেছেন বিরাট, তখনই তিনি উষ্ণ আলিঙ্গন করেছেন। এই কারণেই জল্পনা শুরু হয়েছে। যখন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার জানতে পারেন, অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের ওডিআই থেকে অবসর নেবেন, তখন তিনি দুই দলের মধ্যে সেমি-ফাইনাল ম্যাচের পর এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে উষ্ণ আলিঙ্গন করেন বিরাট। বর্ডার-গাভাসকর ট্রফির সময় যখন রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা তাঁর সতীর্থদের জানান, তখন বিরাটকে ড্রেসিংরুমে অভিজ্ঞ স্পিন-বোলিং অলরাউন্ডারকে আলিঙ্গন করতে দেখা যায়। এই দুই ঘটনা বিবেচনা করে, অনুরাগী ও বিশেষজ্ঞরা জল্পনা শুরু করেছেন যে জাডেজা হয়তো ভারতের হয়ে তাঁর শেষ ওডিআই ম্যাচ খেলছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট ও জাডেজার আলিঙ্গনের ছবি ভাইরাল।

Scroll to load tweet…

অবসর নিয়ে মুখ খোলেননি জাডেজা

জাডেজা বা বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। কয়েকদিন আগেই শোনা গিয়েছে, এই ম্যাচের পরেই ওডিআই ফর্ম্যাট থেকে সরে যেতে পারেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআই সূত্রে খবর, রোহিতকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর তাঁর ভবিষ্যৎ সম্পর্কে জানাতে বলা হয়েছে। নির্বাচকরা ইংল্যান্ড সফর এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে টেস্ট, ওডিআই-এর জন্য দীর্ঘমেয়াদী অধিনায়ক নিয়োগের পরিকল্পনা করছেন। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুবমান গিল অবশ্য রোহিতের অবসর নিয়ে জল্পনা বাতিল করে দিয়েছেন। তাঁর দাবি, অধিনায়ক অবসর নিয়ে না ভেবে ফাইনালের দিকে মনোযোগ দিচ্ছেন। রোহিত, জাডেজা ও বিরাট গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। 

ভারতের টার্গেট ২৫২

এদিকে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জেতার জন্য নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করছে ভারতীয় দল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ২৫১/৭ রান করে। ড্যারিল মিচেল ১০১ বলে ৬৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তিনি গ্লেন ফিলিপসের (৩৪) সঙ্গে পঞ্চম উইকেটে ৫৭ রানের এবং মাইকেল ব্রেসওয়েলের (৫১*) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন এবং দলকে ২০০ রানের গণ্ডি পার করান। ব্রেসওয়েল শেষ কয়েক ওভারে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন এবং ২৫০ রানের বেশি একটি সম্মানজনক স্কোর তৈরি করেন। ভারতের হয়ে কুলদীপ যাদব বোলিং আক্রমণে নেতৃত্ব দেন এবং ১০ ওভারে ৪০ রান দিয়ে জোড়া উইকেট নেন। বরুণ চক্রবর্তী ১০ ওভারে ৪৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। কুলদীপ ও বরুণ ছাড়াও মহম্মদ শামি ও জাডেজা একটি করে উইকেট নিয়ে ভারতের বোলিংয়ে অবদান রাখেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।