আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে টসে হেরে বল করতে নামছে ভারত। 

প্রথম একাদশে আছেন রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং মহম্মদ শামি। অর্থাৎ, বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুই পেসার এবং তিন স্পিনার কম্বিনেশন নিয়ে খেলতে নামছে।

ICC Champions Trophy 2025: মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ, কী বলছেন রোহিত?

ওদিকে আবার দুবাইয়ের ২২ গজ নিয়ে জল্পনা কার্যত তুঙ্গে। দুবাইতে নতুন বলে পেসাররা সিম মুভমেন্ট খুব একটা বেশি পান না। অর্থাৎ, নতুন বলে পেসাররা একদমই সুবিধা করে উঠতে পারেন না। এনিতে পাওয়ার প্লে-তে ব্যাটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তবে বল যত পুরনো হয়, ততই সুবিধা পেতে থাকেন বোলাররা। এক্ষেত্রে মাঝে এবং ডেথ ওভারে পেসাররা পুরনো বলে স্লোয়ার বা কাটার দিতে পারেন বলে মোট বিশেষজ্ঞদের। 

IND vs BAN: কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ? পিচ রিপোর্ট যা বলছে

ভারতীয় দলে যেহেতু পাঁচজন স্পিনার রয়েছেন, তাই স্পিন ভ্যারিয়েশনের দিক দিয়েও রোহিতের হাতে অনেক অপশন। দুবাইতে এখনও পর্যন্ত মোট ৫৮টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যে বৃষ্টি খুব একটা বেশি হয় না। তবে কিছু সময় আবার বৃষ্টি গোটা দিনও ভেস্তে দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দুবাইতে দিনে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আকাশ মেঘলা থাকবে ৩৪ শতাংশ। তবে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই।

YouTube video player

আপাতত একটি দুর্দান্ত ক্রিকেট ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।