সংক্ষিপ্ত
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় দল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে। ‘এ’ গ্রুপে শীর্ষস্থান দখলের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে শীর্ষস্থান দখলের লক্ষ্যে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি সেমি-ফাইনালের সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্টের পরবর্তী পর্বে যাওয়ার আগে এই ম্যাচটি একটি নিখুঁত প্রস্তুতি হিসেবে কাজ করবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত দুই দলের মধ্যে এই লড়াই। সেমি-ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড কোন দলের মুখোমুখি হবে, তা রবিবারের ম্যাচের ফলের উপর নির্ভর করছে। এদিনই ৩০০-তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পর এই নজির গড়ার ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখানোই বিরাটের লক্ষ্য থাকবে।
ভারত ও নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন?
নিউজিল্যান্ড
ভারতের মতো নিউজিল্যান্ডও বিশ্ব ক্রিকেটের অন্যতম ফর্মে থাকা ওডিআই দল। তারা এ বছর ইতিমধ্যে আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং এর মধ্যে মাত্র একটি ম্যাচে হেরেছে। যা ছিল জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর একটি গুরুত্বহীন ম্যাচ। টুর্নামেন্টের আগে ব্ল্যাক ক্যাপস পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচেই জিতেছে। তারা গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচও সহজেই জিতেছে।
ভারত
দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল এই ক্যালেন্ডার বছরে ১০টি সাদা বলের ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে। যদিও তারা ইতিমধ্যে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই এই ম্যাচে হারলেও তাদের কোনও ক্ষতি নেই। তবে নকআউট পর্বে যাওয়ার আগে আরেকটি প্রতিযোগী দলকে হারানো নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কাদের দিকে নজর থাকবে?
নিউজিল্যান্ড: মাইকেল ব্রেসওয়েল
বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে ১০ ওভারে ৪/২৬ নিয়ে ফেরার পর মাইকেল ব্রেসওয়েল নিঃসন্দেহে ফোকাসে আছেন। তিনি বাংলাদেশের ব্যাটারদের স্লো বোলিং লক্ষ্য করে খেলার সুযোগ নিয়ে কিউইদের লম্বা পেস আক্রমণকে আরও শক্তিশালী করেছেন। ব্রেসওয়েল পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি উইকেট নিয়েছিলেন, কিন্তু ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়েছিলেন। এই ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে ডানহাতি অফ-স্পিনার ব্রেসওয়েলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
ভারত: মহম্মদ শামি
পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য থাকার আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের ওপেনিং বোলার মহম্মদ শামি পাঁচটি উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ভারতীয় স্পিনাররাই বেশি উইকেট নেন। কিন্তু যদি শামি এক বা দু'টি প্রাথমিক ব্রেকথ্রু দিয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডারকে বেকায়দায় ফেলে দিতে পারেন, তাহলে মাঝের ওভারগুলিতে স্পিনাররা সুযোগ পাবেন।
দুই দলে কারা থাকতে পারেন?
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রোর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং, জ্যাকব ডাফি।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার দুবাইয়ের আবহাওয়া কেমন থাকছে? পিচ কি ফের স্পিনারদের সাহায্য করবে?
'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের