সংক্ষিপ্ত

সেমিফাইনালে প্রতিপক্ষ ঠিক হয়ে গেল ভারতের।

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) রবিবার, নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হয়েই সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর সেমিতে তাদের সামনে অস্ট্রেলিয়া (IND vs AUS)।

আদতে সেমিফাইনালে কোন চার দল খেলতে নামবে, তা অবশ্য আগেই ঠিক হয়ে গেছিল। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হল শেষ ম্যাচ অবধি। এখন তা পরিষ্কার। সেমিফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং নিউজ়িল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (SA vs NZ)।

আরও পড়ুনঃ IND vs NZ: মাঠে নেমেই ৫ উইকেট, 'বরুণ' জাদুতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-বি থেকে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। কারণ, ঐ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আর চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।

অপরদিকে গ্রুপ-এ থেকে ভারত এবং নিউজ়িল্যান্ড দুই দলেরই পয়েন্ট ছিল চার। ফলে, এই ম্যাচে যে দল জিতত, সেই দলই গ্রুপ শীর্ষে শেষ করত। অতএব, এদিনের ম্যাচে ৪৪ রানে নিউজ়িল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল ভারত।

Varun Chakravarthy: দলে এন্ট্রি পেয়েই ম্যাজিক দেখালেন! ২২ গজে 'বরুণ' দেবের অনবদ্য ভেলকি

ফলে, গ্রুপ-এ থেকে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার ভারত। আর ওদিকে গ্রুপ-বি তে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে অজিরা। সেমিফাইনালের নিয়মানুযায়ী, একটি গ্রুপের শীর্ষে থাকা দল অপর একটি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধেই সাধারণত খেলে থাকে। ফলে, ভারতের বিরুদ্ধে এক্ষেত্রে খেলতে নামবে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

মঙ্গলবার, প্রথম সেমিফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। পরদিন বুধবার, লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজ়িল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল ম্যাচের জন্য রিজ়ার্ভ ডে থাকছে।

YouTube video player

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।