বোমা ফাটালেন অস্ট্রেলিয়া তারকা।

আর এবার সরাসরি অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের গলাতেও শোনা গেল সেই কথা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) নিয়ে ভারতকে নিশানা করে এবার বিস্ফোরক অজি অধিনায়ক। বলছেন, নিশ্চিতভাবেই টিম ইন্ডিয়া বাড়তি সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ের মাটিতে খেলবে ভারত। এখন পর্যন্ত এই মেগা ক্রিকেট প্রতিযোগিতার দুটি ম্যাচই সেখানেই খেলেছে টিম ইন্ডিয়া। আর সেই দুটি ম্যাচেই অনায়াস জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স মনে করছেন, একই ভেন্যুতে খেলার সুযোগ পাওয়াটা ভারতের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ।

আঁধার নামছে পাক ক্রিকেটে! ছাঁটাই হবেন কোচ-নির্বাচকরা? প্রবল সম্ভাবনা স্পনসর হারানোর

যদিও গোড়ালির চোটের জন্য কামিন্স (Pat Cummins) এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। তবে অস্ট্রেলিয়াতে বসেই তিনি জানিয়েছেন, “শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এতে আমি ভীষণ খুশি। কিন্তু নিঃসন্দেহে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলা অবশ্যই সুবিধার বিষয়। এমনিতেই ভারত যথেষ্ট শক্তিশালী দল। তার উপর আবার একই মাঠে খেলা। সেটা টিম ইন্ডিয়াকে অনেকটাই এগিয়ে দিচ্ছে।”

Champions Trophy 2025: চোটের জেরে এই ইংল্যান্ড পেসার ছিটকে গেলেন দল থেকে, বেকায়দায় ব্রিটিশরা?

সেইসঙ্গে, ক্রিকেট মহলের একাংশর আবার অভিযোগ করছেন, সব ম্যাচ দুবাইতে খেলা মানে অবশ্যই বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। একে তো দুবাইয়ের পরিস্থিতি ভারতের জন্য এমনিতেই মানানসই। তার উপর আবার নিয়মিত দুবাই স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। এবার সেই তত্ত্বেই সিলমোহর দিলেন প্যাট কামিন্সও।

যদিও পাল্টা যুক্তিও উঠে এসেছে। এই মেগা টুর্নামেন্টের স্টেকহোল্ডারদের মতামত অনুযায়ী সূচি তৈরি করা হয়েছে। সকলেই জানত যে, ভারত দুবাইতেই সব ম্যাচ খেলতে নামবে। তাহলে অভিযোগ জানানোর হলে সেই সময়ই জানানো যেত। কিন্তু অস্ট্রেলিয়া বা অন্য কোনও দেশ সেই সময় কোনও অভিযোগ করেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।