সংক্ষিপ্ত
ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা পাকিস্তানের এখন পর্যন্ত দুই ম্যাচে পয়েন্ট শূন্য।
শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল জয়ের পাশাপাশি অন্যান্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। তবেই একমাত্র সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকবে।
পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা? চলুন, তা একবার দেখে নেওয়া যাক। আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্টে শুরু হয়েছে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ তৈরি হয়েছে। ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা পাকিস্তানের এখন পর্যন্ত দুই ম্যাচে শূন্য পয়েন্ট। আর দিকে দুটি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে এক পা এগিয়ে রেখেছে। ওদিকে আবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডও সেমিফাইনালের রাস্তা পরিষ্কার রেখেছে।
এদিকে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা একমাত্র তখনই থাকবে, যদি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারে। এরপর ২৭ তারিখ, পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল জয় পেতে হবে। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে সাত ওভার বাকি থাকতে হেরে গিয়ে পাকিস্তানের নেট রান রেট (-১.০৮৭) বাংলাদেশের (-০.৪০৮) থেকেও খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। তাই শুধুমাত্র জয়ও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট নয়।
অন্যদিকে, ২রা মার্চ ভারতকে জিততে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাহলে গ্রুপে ভারত ছাড়া বাকি দলগুলির দুই পয়েন্ট করে হবে। তখন যে দলের নেট রান রেট ভালো থাকবে, সেই দলই ভারতের সঙ্গে সেমিফাইনালে যাবে।
তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, পাকিস্তানের জন্য এইসব শুধু স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। কারণ, সোমবার নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ প্রতিযোগিতা থেকে বিদায় নেবে। শুধু নিয়মরক্ষার ম্যাচ পড়ে থাকবে। সেক্ষেত্রে ভারত এবং নিউজিল্যান্ড সেমিতে চলে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।