মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি এক নতুন রেকর্ড গড়লেন। তিনি প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে গেলেন।
মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় এক নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি। তিনি ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দলের হয়ে সবচেয়ে সফল ফিল্ডার হওয়ার নজির গড়লেন। ৩৬ বছর বয়সি এই তারকা ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ৩৩৫ ক্যাচের রেকর্ড ভেঙে দিয়েছেন। মঙ্গলবারের ম্যাচের আগে বিরাট ও দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩৫ ক্যাচ নিয়ে একই জায়গায় ছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৭-তম ওভারে রবীন্দ্র জাডেজার বলে জশ ইনগ্লিসের ক্যাচ নিয়ে বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৩৩৬-তম ক্যাচ নিয়ে দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৯-তম ওভারে মহম্মদ শামির বলে নাথান এলিসের ক্যাচ নিয়ে বিরাট তাঁর রেকর্ড বাড়িয়েছেন। এই ক্যাচ নেওয়ার মাধ্যমে বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩৭-তম ক্যাচ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে তাঁর অবস্থান আরও সুসংহত করেছেন। সামগ্রিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় ভারতীয় কিংবদন্তি বিরাট শ্রীলঙ্কার প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনে (৪৪০), অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (৩৬৪), নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা রস টেলর (৩৫১) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিসের (৩৩৮) পরে পঞ্চম স্থানে রয়েছেন।
ফিল্ডিংয়েও নজির বিরাটের
চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরাট ওডিআই ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সর্বাধিক ক্যাচের রেকর্ড ভেঙে দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ম্যাচে একাধিক ক্যাচ নেওয়ার পর বিরাট ১৬২ ক্যাচ নিয়ে দ্বিতীয় সর্বাধিক ক্যাচধারী খেলোয়াড় হয়েছেন। তিনি ওডিআই ফর্ম্যাটে পন্টিংয়ের ১৬০ ক্যাচের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন। জয়বর্ধনের পর দ্বিতীয় স্থানে আছেন বিরাট। ২১৮ ক্যাচ নিয়ে শীর্ষে জয়বর্ধনে। টেস্ট ক্রিকেটে বিরাট ১২১ ক্যাচ নিয়ে দ্রাবিড় (২১৮) এবং ভিভিএস লক্ষ্মণের (১৩৫) পরে তৃতীয় সফলতম ভারতীয় ফিল্ডার। টি-টোয়েন্টিতে বিরাট ৫৪ ক্যাচ নিয়ে রোহিত শর্মার (৬৫) পরে দ্বিতীয় সফলতম ভারতীয় ফিল্ডার।
২৬৪ রানে অলআউট অস্ট্রেলিয়া
মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে গিয়েছে। স্টিভ স্মিথ ৯৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নেতৃত্ব দেন। অ্যালেক্স কেরি ৫৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। বরুণ চক্রবর্তীর বলে আউট হওয়া ট্র্যাভিস হেড ৩৩ বলে ৩৯ রান করেছেন। স্মিথ এবং কেরির ইনিংস অস্ট্রেলিয়াকে ২০০ রানের গন্ডি পার করতে সাহায্য করে। ভারতের হয়ে শামি বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১০ ওভারে ৪.৮০ ইকোনমি রেটে ৪৮ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। বরুণ জাডেজা জোড়া উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছনোর জন্য ভারতকে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


