সংক্ষিপ্ত

শনিবার ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগেই প্রাক্তন ক্রিকেটারদের কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। সোশ্যল মিডিয়াতেও চলছে বাদানুবাদ।

ওডিআই বিশ্বকাপে ফের ভারতের কাছে হারের আশঙ্কাতেই কি পিচ নিয়ে আগাম কাঁদুনি গাওয়া শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ? বিসিসিআই-কে কটাক্ষও করেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁকে পাল্টা আক্রমণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বিভিন্ন স্টেডিয়ামে পিচের চরিত্র আলাদা হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাফিজের আক্রমণ এবং আকাশের পাল্টা আক্রমণের ভিডিও। ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লড়াই শুরু হয়ে গিয়েছে। তবে ওডিআই বিশ্বকাপের রেকর্ড যেহেতু ভারতের পক্ষে এবং এবারের বিশ্বকাপেও ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে, সেই কারণে এগিয়ে ভারতীয়রা।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে ওডিআই বিশ্বকাপ সংক্রান্ত অনুষ্ঠানে পিচ নিয়ে বিসিসিআই-কে আক্রমণ করেন হাফিজ। তাঁর দাবি, ভারতীয় দলকে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘প্রথমত, শনিবারই ঠিক হয়ে যাবে এই টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে না বিসিসিআই। এখনও পর্যন্ত ৩টি স্টেডিয়ামে ২টি করে ম্যাচ হয়েছে। এই স্টেডিয়ামগুলি হল হায়দরবাদ, দিল্লি ও ধরমশালা। এই স্টেডিয়ামগুলিতে ২টি ম্যাচেই পিচ একইরকম আচরণ করেছে। পিচের অবস্থা একইরকম ছিল। চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল। সেখানকার পিচ যদি পরের ম্যাচেও একইরকম আচরণ করে, তাহলে বোঝা যাবে আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করছে। কিন্তু পিচের অবস্থার যদি সামান্য বদলও হয়, তাহলে বোঝা যাবে বিসিসিআই এই টুর্নামেন্ট আয়োজন করছে।’

 

 

হাফিজ আরও বলেন, ‘ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। সেই কারণে বিসিসিআই-এর কোনও প্রভাব থাকা উচিত নয়। আইসিসি-র কিউরেটরদেরই পিচ তৈরি ও দেখভাল করার দায়িত্বে থাকা উচিত। আইসিসি ছাড়া অন্য কারও নির্দেশ মানা উচিত নয় কিউরেটরদের। শনিবারের ম্যাচ যে পিচে খেলা হবে সেই পিচ যদি গত ম্যাচের মতোই আচরণ করে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু পিচে যদি সামান্য বদলও হয়, পিচ ব্যাটারদের সহায়ক হয় বা অন্যরকম আচরণ করে, তাহলে বড় প্রশ্ন তৈরি হবে। আমি সেই কথাটাই বলছি।’

পাল্টা হাফিজের উদ্দেশ্যে আকাশ বলেছেন, ‘ভাই, চেন্নাই-সহ ভারতের বিভিন্ন স্টেডিয়ামের পিচ তৈরি করা হয়েছে আলাদা মাটি দিয়ে। লাল, কালো ও মিশ্রিত মাটি দিয়ে পিচ তৈরি করলে আলাদা আচরণ দেখা যায়। সেই কারণে বিশ্বকাপে একই স্টেডিয়ামের পিচ ভিন্ন আচরণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

আরও পড়ুন-

India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে শুবমানের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ, জানালেন রোহিত

India Vs Pakistan: শনিবারই পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন বিরাট-রোহিত?

YouTube video player