সংক্ষিপ্ত
চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতীয় দলের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ফের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে পৌঁছে যাওয়াই ভারতের লক্ষ্য।
ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল করা হয়নি। ফলে এবারও খেলার সুযোগ পেলেন না রবিচন্দ্রন অশ্বিন। হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কবে দলে ফিরবেন সেটা এখনও স্পষ্ট নয়। আপাতত উইনিং কম্বিনেশন ধরে রাখাই ভারতের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার হয়ে খেলছেন- পথুম নিশাঙ্ক, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দুশান হেমন্ত, মাহিশ থিকসানা, কাসুন রঞ্জিতা, দুষ্মন্ত্য চামিরা ও দিলশান মদুশনাকা।
টসে হেরে খুশি রোহিত শর্মা
টসের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টসে জিতলে আমরা প্রথমে ব্যাটিংই করতাম। যে দল প্রথমে ব্যাটিং করবে তারা পিচ ও পরিবেশ-পরিস্থিতি থেকে কিছুটা সুবিধা পাবে। তবে কৃত্রিম আলোয় বোলিং করলে আমাদের পেসাররা অনেক বেশি সুবিধা পাবে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আমার ঘরের মাঠ। এখানে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছি। এটা আমার কাছে বিশেষ সম্মানের। আমার কাছে এই মুহূর্ত অসাধারণ। আমরা এখনও পর্যন্ত যে পারফরম্যান্স দেখিয়েছি, তাতে আত্মতুষ্ট হলে চলবে না। গত ম্যাচে আমাদের দলে যারা ছিল তারাই এই ম্যাচে খেলছে।’
রান তাড়া করার ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা
টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমরা প্রথমে বোলিং করছি। আমার মনে হয়, এই পিচে দ্বিতীয়ার্ধে ব্যাটিং করা সহজ হবে। গত কয়েকটি ম্যাচে আমাদের দলের সবাই সেরা পারফরম্যান্স দেখিয়েছে। আশা করি আজও আমরা একইভাবে খেলতে পারব।’
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিটে দেদার কালোবাজারি! ময়দান থানায় তলব সিএবি সভাপতিকে
New Zealand Vs South Africa: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানে জয়, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা