সংক্ষিপ্ত
দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই চলতি ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে পাকিস্তান। অন্যদিকে, এই ম্যাচে জয় পেলেই সেমি-ফাইনালে প্রায় নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতলে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫০ রান করাই লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। কিন্তু পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় বাভুমাকে পরিকল্পনা বদল করতে হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। সর্বাধিক ৫২ রান করেন সৌদ শাকিল। তাঁর ৫২ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। বাবর করেন ৫০ রান। তিনি ৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। শাদাব খান করেন ৪৩ রান। মহম্মদ রিজওয়ান করেন ৩১ রান। মহম্মদ নওয়াজ করেন ২৪ রান। ২১ রান করেন ইফতিকার আহমেদ। ওপেনার ইমাম-উল-হক করেন ১২ রান। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। ওপেনার আবদুল্লাহ শফিক করেন ৯ রান। শাহিন শাহ আফ্রিদি ২ রান করেই আউট হয়ে যান। মহম্মদ ওয়াসিম জুনিয়র করেন ৭ রান। ০ রানে অপরাজিত থাকেন হ্যারিস রউফ।
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিং
পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান তাবরিজ শামসি। তিনি ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৯ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন লুঙ্গি এনগিডি।
পয়েন্ট তালিকায় ৬ নম্বরে পাকিস্তান
চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় দল। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ডও। তবে রান রেটে পিছিয়ে থাকায় ৩ নম্বরে কিউয়িরা। ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে শ্রীলঙ্কা। পাকিস্তানও ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় ৬ নম্বরে বাবররা।
তাবরিজ শামসির নজির
এবারের ওডিআই বিশ্বকাপে বাঁ হাতি স্পিনারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখালেন দক্ষিণ আফ্রিকার শামসি। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে বাঁ হাতি স্পিনারদের মধ্যে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে ৩ নম্বরে শামসি। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ। তিনি সেই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। শুক্রবার চিপকে পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিলেন শামসি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
IPL 2024: ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল-এর নিলাম, তৈরি হচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি
Team India: বিশ্বকাপের পর দ্রাবিড়ের চুক্তি শেষ, নতুন কোচ হতে পারেন প্রাক্তন সতীর্থ