সংক্ষিপ্ত

ভারতীয় দল এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে সরে যাচ্ছেন একের পর এক তারকা ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন তারকারা।

ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তিন তারকা ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল জয় পাওয়ার পরেই অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। এরপর টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। এবার এই ফর্ম্যাট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। একসঙ্গে তিন তারকা ক্রিকেটারের টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের ঘটনা নজিরবিহীন। টি-২০ ফর্ম্যাটে ভারতের সেরা ক্রিকেটারদের অন্যতম বিরাট, রোহিত ও জাডেজা। তাঁদের অবসরে ভারতীয় দলে শূন্যতা তৈরি হচ্ছে। এই তিন ক্রিকেটারের জায়গা নেওয়া সহজ নয়।

সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা

ইনস্টাগ্রামে টি-২০ বিশ্বকাপ হাতে ছবি শেয়ার করে জাডেজা লিখেছেন, ‘কৃতজ্ঞতায় আমার হৃদয় পরিপূর্ণ হয়ে আছে। সেই হৃদয় নিয়েই আমি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছি। ঘোড়া যেভাবে গর্বের সঙ্গে ছুটে চলে, ঠিক সেভাবেই আমি সবসময় দেশের জন্য নিজের সেরাটা দিয়েছি। একইভাবে অন্য ফর্ম্যাটগুলিতেও নিজের সেরাটা দিয়ে যাব। টি-২০ বিশ্বকাপ জিতে আমার স্বপ্নপূরণ হয়েছে। এটাই আমার আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সেরা মুহূর্ত। স্মৃতি, লাগাতার সমর্থন ও গলা ফাটানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ। রবীন্দ্রসিং জাডেজা।’

 

View post on Instagram
 

 

দ্বিতীয়বার আইসিসি টুর্নামেন্ট জয় জাডেজার

২০০৯ থেকে ভারতীয় দলের হয়ে খেলছেন জাডেজা। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের দলে না থাকলেও, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার। শনিবার ভারতীয় দলের হয়ে দ্বিতীয়বার আইসিসি টুর্নামেন্ট জিতলেন জাডেজা। তিনি ক্রিকেটের সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। মাঠে ও মাঠের বাইরে অত্যন্ত জনপ্রিয় এই ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা বিরাট কোহলির

T20 World Cup Final: ১৩ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, বিরাট কোহলির 'ডাবল'

ICC Mens T20 World Cup 2024: 'এত দল, কারও কাছে হারেনি ভারত,' টি-২০ বিশ্বকাপ জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর