IND vs SA Women Final: বিশ্বকাপে জয় উদযাপনের মাঝেও প্রতীকাকে কেউ ভোলেননি তারা। হুইল চেয়ারে করেই মাঠে আসেন প্রতীকা রাওয়াল। 

IND vs SA Women Final: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর, মাঠের মধ্যেই যেন আবেগঘন দৃশ্য। হুইল চেয়ারে করেই মাঠে আসেন প্রতীকা রাওয়াল। তিনি অংশ নেন সেলিব্রেশনেও। প্রাথমিক রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় প্রতীকা সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি। প্রতীকার বদলে শেফালি ভার্মাকে ভারত ওপেনার হিসেবে খেলায়। 

ফাইনালে সেই শেফালিই ভারতের সর্বোচ্চ স্কোরার হন এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নেন। বিশ্বকাপে জয় উদযাপনের মাঝেও প্রতীকাকে কেউ ভোলেননি তারা। হুইল চেয়ারে করেই মাঠে আসেন প্রতীকা রাওয়াল। হুইলচেয়ারে বসা এই তারকাকে সামনে রেখেই ভারতীয় ক্রিকেটাররা ফটোশ্যুট করেন। কিন্তু প্রতীকাকে বিজয়ীর পদক দেওয়া হয়নি। পরে, স্মৃতি মান্ধানা নিজের পদকটি প্রতীকাকে পরিয়ে দেন। প্রথমে প্রতীকা না বললেও, স্মৃতির জোরাজুরিতে তিনি গলায় পদকটি পরেন।

কিন্তু কেন প্রতীকাকে পদক দেওয়া হয়নি? 

তার একটি কারণ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী, টুর্নামেন্টের শেষে শুধুমাত্র ১৫ সদস্যের স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই পদক পান। ভারতের অন্য কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে হলে আহত প্রতীকাকে দল থেকে বাদ দিতে হত। তাই তাঁকে বাদ দিয়েই শেফালিকে দলে নেওয়া হয়। সেই কারণেই, প্রতিকাকে পদক দেওয়া হয়নি।

প্রতীকা এক্স হ্যান্ডলে লেখেন, “মাঠে নেমে দলের জন্য লড়াই করতে পারিনি। কিন্তু এই দলে থেকে যে হাততালি পেয়েছে, তা আমি মন থেকে গ্রহণ করছি। এই চোখের জল আমারও।" বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭, পাকিস্তানের বিপক্ষে ৩১, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৫, ইংল্যান্ডের বিপক্ষে ৬ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১২২ রান করেন প্রতীকা রাওয়াল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।