IND vs SA Women Final: গত ২০২৩ সালে পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল, তার থেকেও আরও বেশি টাকা রোজগার করেছেন ভারতের মেয়েরা। বিশ্বকাপ জয়ের সুবাদে, মোট ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
IND vs SA Women Final: ইতিহাস লিখে ফেলেছেন জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষরা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই বিপুল অঙ্কের পুরস্কারও পেয়েছেন তারা (india vs south africa women)। জানা যাচ্ছে, সেই টাকার অঙ্ক ভারতের পুরুষ দলের থেকেও অনেক বেশি (india vs south africa live score)।
৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল
শুধু তাই নয়, গত ২০২৩ সালে পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল, তার থেকেও আরও বেশি টাকা রোজগার করেছেন ভারতের মেয়েরা। বিশ্বকাপ জয়ের সুবাদে, মোট ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
সেই পুরো টাকা দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফেদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। হিসেব বলছে, চ্যাম্পিয়ন হয়ে হরমনপ্রীতরা আরও ৪ কোটি টাকা বেশি পেয়েছেন। এই বছর, চ্যাম্পিয়ন দলকে ২৩৯% বেশি টাকা দেওয়া হয়েছে।
অপরদিকে, রানার্স-আপ দল গতবারের তুলনায় আবার ২৭৩% বেশি টাকা পেয়েছে। এছাড়া দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট দল এবার হাতে পেয়েছে মোট ৯.৩ কোটি টাকা করে। গতবার কিন্তু সেই পরিমাণটা ছিল ২.৫ কোটি টাকা।
মহিলা ক্রিকেটারদের এবার বেশি অর্থ দেওয়া হচ্ছে
২০২৫ সালে, ক্রিকেট বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ধার্য করা হয় ১২৩ কোটি টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবারই আইসিসি প্রথম পুরুষ এবং মহিলাদের জন্য সমান পুরস্কারমূল্য দেওয়ার নিয়ম চালু করেছে। গতবার পুরুষদের বিশ্বকাপে যে টাকা দেওয়া হয়েছিল, তার থেকেও মহিলা ক্রিকেটারদের এবার বেশি অর্থ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিশ্বকাপে খেলা প্রতিটি দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পেয়েছে ৫.৮ কোটি টাকা করে। এরপর সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করা দল পেয়েছে ২.৩ কোটি টাকা করে। তাছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য ২৮ লক্ষ করে টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
