ICC Women World Cup 2025: মহারাষ্ট্রে রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ, সেদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৮৬%।
ICC Women World Cup 2025: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (icc world cup women 2025)। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, এই হাইভোল্টেজ ম্যাচের আগে নতুন চিন্তা এবার বৃষ্টি (final world cup 2025 women)।
আবহাওয়ার কী খবর?
জানা যাচ্ছে, মহারাষ্ট্রে রবিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ, সেদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৮৬%।
রবিবার, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৩%। এদিকে বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশেরও বেশি রয়েছে। মনে রাখতে হবে, এই মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
তবে ফাইনালে সাধারণত রিজার্ভ ডে রাহা হয়। এক্ষেত্রেও রবিবার যদি খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি-র নিয়মানুযায়ী রিজার্ভ ডে রয়েছে। সেক্ষেত্রে ৩ নভেম্বর, সোমবার হবে ফাইনাল। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা আছে ৫৫%।
গ্রুপ পর্যায়ে ভারত পরাজিত হয় প্রোটিয়াদের বিরুদ্ধে
কিন্তু দু-দিনই যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তাহলে কী হবে? সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা জিতবে। কারণ, গ্রুপ পর্বে ভারতের থেকে আগে ছিল দক্ষিণ আফিকা। প্রসঙ্গত, গ্রুপ পর্যায়ে ভারত পরাজিত হয় প্রোটিয়াদের বিরুদ্ধে। তাই এই মুহূর্তে, বৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় গোটা দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। রান তাড়া করে, বিরাট লক্ষ্যমাত্রায় পৌঁছে জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া। অসাধারণ ইনিংস উপহার দেন জেমিমা রদ্রিগেজ। করেন ১২৭ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের সংগ্রহে ৮৯ রান।
স্বাভাবিকভাবেই, সবাই চাইছেন ফাইনালে দুরন্ত জয় তুলে নিক ভারত। কিন্তু বৃষ্টিটাই প্রধান চিন্তার কারণ। বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


