09:38 PM (IST) Feb 15
ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপে টানা ২ ম্যাচে জয় পেল ভারত। রিচা ঘোষ ৪৪ রান করে অপরাজিত থাকলেন।

09:35 PM (IST) Feb 15
৩৩ রান করে আউট হয়ে গেলেন হরমনপ্রীত কউর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩ রান করে আউট হয়ে গেলেন হরমনপ্রীত কউর। জয় থেকে ৪ রান দূরে ভারত।

09:21 PM (IST) Feb 15
জয়ের জন্য ভারতের দরকার ৩০ বলে ২১ রান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেতে হলে শেষ ৫ ওভারে ২১ রান করতে হবে ভারতীয় দলকে। ক্রিজে রিচা ঘোষ ও হরমনপ্রীত কউর।

08:57 PM (IST) Feb 15
১০ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৪

জয়ের জন্য শেষ ১০ ওভারে ভারতের দরকার ৫৫ রান। ক্রিজে হরমনপ্রীত কউর ও রিচা ঘোষ।

08:46 PM (IST) Feb 15
ফিল্ডিং করতে গিয়ে অসুস্থ স্টেফানি টেলর

বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনা হল।

08:38 PM (IST) Feb 15
২৮ রান করে আউট শেফালি ভার্মা

২৮ রান করে আউট হয়ে গেলেন শেফালি ভার্মা। ৪৩ রানে ৩ উইকেট হারাল ভারত।

08:29 PM (IST) Feb 15
৩৫ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল

১১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৫ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল। ১০ রান করে আউট স্মৃতি মন্ধানা, ১ রান করে আউট জেমাইমা রডরিগেজ।

08:12 PM (IST) Feb 15
প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ১৪

প্রথম ওভারে তিনটি বাউন্ডারি মারলেন শেফালি ভার্মা। ভারতের রান বিনা উইকেটে ১৪।

07:57 PM (IST) Feb 15
ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১৮/৬, ভারতের টার্গেট ১১৯

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেতে হলে ভারতীয় দলকে করতে হবে ৬ উইকেটে ১১৮ রান। সর্বাধিক ৪২ রান করেছেন স্টেফানি টেলর। ভারতের হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।

07:55 PM (IST) Feb 15
প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট দীপ্তি শর্মার

প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন দীপ্তি শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি নিলেন ৩ উইকেট।

07:52 PM (IST) Feb 15
রেণুকা সিং ঠাকুরের বলে বোল্ড শাবিকা গজনবি

পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। রেণুকা সিং ঠাকুরের বলে বোল্ড শাবিকা গজনবি। ১১৪ রানে ৫ উইকেট হারাল ক্যারিবিয়ানরা।

07:33 PM (IST) Feb 15
৭৯ রানে ৪ উইকেট খুইয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

এক ওভারে জোড়া উইকেট দীপ্তি শর্মার। তিনি ফেরালেন শেমাইন ক্যাম্পবেল ও স্টেফানি টেলরকে। এরপর রান আউট হয়ে গেলেন শিনেলে হেনরকি। ৭৯ রানে ৪ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

07:10 PM (IST) Feb 15
১০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৩/১

১০ ওভারে ৫০ পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের স্কোর। স্টেফানি টেলর ২৮ ও শেমাইন ক্যাম্পবেল ২১ রানে অপরাজিত।

06:54 PM (IST) Feb 15
৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৭/১

৫ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৭/১। ক্রিজে স্টেফানি টেলর (১০) ও শেমাইন ক্যাম্পবেল (১৩)।

06:38 PM (IST) Feb 15
নিজের প্রথম বলেই উইকেট তুলে নিলেন পূজা বস্ত্রকর

পূজা বস্ত্রকরের প্রথম বলেই রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হেলি ম্যাথুজ (২)।

06:31 PM (IST) Feb 15
ভারতীয় দলে ফিরলেন স্মৃতি মন্ধানা, দেবিকা বৈদ্য

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে খেলছেন- স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেণুকা ঠাকুর সিং।

06:26 PM (IST) Feb 15
আঙুলের চোট সারিয়ে দলে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা

আঙুলের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরলেন তিনি।

Read more Articles on