Australia Women vs India Women: মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 ICC Women's Cricket World Cup) দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল। নভি মুম্বইয়ে (Navi Mumbai) আবহাওয়া নিয়ে আশঙ্কার মধ্যেই হচ্ছে ম্যাচ।

DID YOU
KNOW
?
ভারত-অস্ট্রেলিয়া লড়াই
নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল।

2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে (Australia Women vs India Women) টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। চোট সারিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ ফর্মে আছেন। ফলে অধিনায়ক দলে ফেরায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের শক্তি বেড়ে গিয়েছে। ভারতীয় দলে ফিরেছেন ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)। চোটের জন্য খেলতে পারছেন না ভারতের ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। তাঁর পরিবর্তেই খেলছেন শেফালি। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষও (Richa Ghosh) দলে ফিরেছেন। ক্রান্ত গৌড়ও (Kranti Gaud) দলে ফিরেছেন। ফলে ভারতীয় দলও লড়াই করতে তৈরি। তবে অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল। ফলে এই ম্যাচে ভারতীয় দলের লড়াই কঠিন।

২ দলের হয়ে কারা খেলছেন?

ভারতীয় দলের হয়ে খেলছেন- শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), আমনজ্যোত কউর (Amanjot Kaur), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) (অধিনায়ক), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব (Radha Yadav), ক্রান্তি গৌড়, শ্রী চরণী (Shree Charani) ও রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ফোব লিচফিল্ড (Phoebe Litchfield), অ্যালিসা হিলি (উইকেটকিপার ও অধিনায়ক), এলিসি পেরি (Ellyse Perry), বেথ মুনি (Beth Mooney), অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland), অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner), তাহিলা ম্যাকগ্র্যাথ (Tahlia McGrath), সোফি মলিনাক্স (Sophie Molineux), আলানা কিং (Alana King), কিম গারথ (Kim Garth) ও মেগান শাট (Megan Schutt)।

নভি মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস

নভি মুম্বইয়ে (Navi Mumbai) এই ম্যাচ শুরু হওয়ার আগেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই ম্যাচ হচ্ছে। ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করায় সুবিধা পেতে পারে। ভারতের বোলাররা দ্রুত উইকেট নিতে পারলেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের উপর চাপ তৈরি হবে। অস্ট্রেলিয়াকে বেশি রান করতে দিলে চলবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।