Amol Muzumdar: রঞ্জি ট্রফি-সহ (Ranji Trophy) ঘরোয়া টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মুম্বইয়ের (Mumbai) প্রাক্তন ব্যাটার অমল মুজুমদার। কিন্তু তিনি কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। মহিলা দলের কোচ হিসেবে সফল অমল।
KNOW
2025 ICC Women's Cricket World Cup: 'ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না।' এখন এই বিখ্যাত বাংলা গানের কথা বলে সবাইকে এড়িয়ে যেতেই পারেন ভারতের মহিলা ক্রিকেট দলের (India Women Cricket Team) প্রধান কোচ অমল মুজুমদার (Amol Muzumdar)। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭১ ম্যাচ খেলে ১১,১৬৭ রান করেছেন এই ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৮.১৩। শতরান ৩০ এবং অর্ধশতরান ৬০। সর্বাধিক স্কোর ২৬০। কিন্তু এই পারফরম্যান্সের পরেও কোনওদিন জাতীয় দলে জায়গা পাননি মুম্বইয়ের ব্যাটার অমল। দুই দশক আগে পর্যন্ত তাঁকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হত। তারপর তাঁকে নিয়ে আলোচনা থেমে যায়। তবে অমল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও, ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সাফল্য পাচ্ছেন। চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারাতে পারলেই প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপ জিতবে ভারতের মহিলা দল। সেটা হলে অমলের আফশোস কিছুটা মিটতে পারবে।
হরমনপ্রীতদের সাফল্যের নেপথ্যে অমল
২০২৩ সালের অক্টোবরে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান অমল। সেই সময় মহিলা দলের অবস্থা ছিল দিশাহীন। স্থায়ী কোচ ছিল না, দল নির্বাচন এবং নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। অমলকে মহিলা দলের প্রধান কোচ নিয়োগ করা নিয়েও প্রশ্ন উঠেছিল। কারণ, তিনি কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। এই কারণেই তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কোচ হিসেবে সাফল্য পেয়ে সবার সংশয় দূর করে দিয়েছেন অমল।
কোচ হিসেবে সফল অমল
ভারতের জুনিয়র দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন অমল। তিনি দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসেও (Netherlands) কোচিং করেছেন। তবে ভারতের মহিলা দলের প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন অমল। এবার তিনি বিশ্বজয়ের সামনে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


