ICC Women's World Cup 2025: এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে ব্যাট করতে নেমে বেশ ভালো ছন্দেই ছিল টিম ইন্ডিয়া। ওপেনার প্রতীকা রাওয়াল করেন ৭৫ রান এবং স্মৃতি মান্ধানার সংগ্রহে ৬৬ বলে ৮০ রান। বেশ ভালো খেলেন তিনি।
ICC Women's World Cup 2025: ভারতের লড়াই কোনও কাজেই এল না (ind vs aus)। বড় রান করেও হারতে হল অস্ট্রেলিয়ার কাছে। বিশাখাপত্তনমে রবিবার, আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া (ind vs aus women)।
স্মৃতি মান্ধানা ভালো খেলেন
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে ব্যাট করতে নেমে বেশ ভালো ছন্দেই ছিল টিম ইন্ডিয়া। ওপেনার প্রতীকা রাওয়াল করেন ৭৫ রান এবং স্মৃতি মান্ধানার সংগ্রহে ৬৬ বলে ৮০ রান। বেশ ভালো খেলেন তিনি।
এরপর নামা হারলিন দেওল করেন ৩৮ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ঝুলিতে ২২ রান, জেমিমা রদ্রিগেজের সংগ্রহে ৩৩ রান এবং রিচা ঘোষ ৩২ রান যোগ করেন স্কোরবোর্ডে। অন্যদিকে, আমানজোত কৌর করেন ১৬, দীপ্তি শর্মা ১, স্নেহ রানা ৮ এবং ক্রান্তি গৌড় ১ রান করেন। এছাড়া শ্রী ঘরানি খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন।
নিঃসন্দেহে ভারতের টপ এবং মিডল অর্ডার এই ম্যাচে সফল। সেই সুবাদেই, ৪৮.৫ ওভারে ৩৩০ রান তোলে ভারত। তবে এই বিরাট রান করেও শেষপর্যন্ত, হারতে হল দলকে। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড, ৩টি উইকেট পান সোফিয়ে মোলিনাক্স এবং ১টি করে উইকেট পেয়েছেন মেগান এবং গার্ডনার।
খারাপ বোলিং ভারতের
জবাবে ব্যাট করতে নেমে, অজি অধিনায়ক অ্যালিসা হিলি ১৪২ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। আরেক ওপেনার ফোবি লিচফিল্ড করেন ৪০, এলিস পেরির ঝুলিতে ৪৭ রান, বেথ মুনি করেন ৪ এবং গার্ডনারের সংগ্রহে ৪৫ রান। অন্যদিকে, তাহিলা ম্যাকগ্রাথ করেন ১২ রান, সোফিয়ে ১৮ রান এবং কি গ্যারিথের ঝুলিতে ১৪ রান। আর সেই সুবাদেই, ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
নিঃসন্দেহে ভারতের বোলিং আজ খারাপ হয়েছে। ৩টি উইকেট পেয়েছেন শ্রী ঘরানি এবং ২টি করে উইকেট পান আমানজোত কৌর ও দীপ্তি শর্মা। অস্ট্রেলিয়া জয়ী ৩ উইকেটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।