India Women vs Pakistan Women: সদ্যসমাপ্ত এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের পুরুষ দল তিনবার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) ভারত-পাক লড়াই হচ্ছে।

DID YOU
KNOW
?
অপরাজিত ভারতের মহিলা দল
পাকিস্তানের বিরুদ্ধে মহিলাদের ওডিআই ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। রবিবার ব্যবধান বাড়ানোর লক্ষ্যে হরমনপ্রীত কউররা।

2025 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (India Women vs Pakistan Women) টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কলম্বোয় (Colombo) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কারণেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। গত ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখানো আমনজ্যোত কউর (Amanjot Kaur) অসুস্থ হয়ে পড়ায় এই ম্যাচে খেলছেন না। তাঁর পরিবর্তে দলে এসেছেন রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। এছাড়া দলে আর কোনও বদল হয়নি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) জানিয়েছেন, দলের সবাই মানসিকভাবে ভালো জায়গায় আছেন। সবাই এই ম্যাচে লড়াই করার জন্য তৈরি।

দুই দলে কারা আছেন?

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- প্রতিকা রাওয়াল (Pratika Rawal), স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), হারলিন দেওল (Harleen Deol), হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) (অধিনায়ক), জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (Richa Ghosh) (উইকেটকিপার), স্নেহ রানা (Sneh Rana), রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), ক্রান্তি গৌড় (Kranti Gaud) ও শ্রী চরণী (Shree Charani)। পাকিস্তান দলে আছেন- মুনিবা আলি (Muneeba Ali), সাদাফ শামাস (Sadaf Shamas), সিদরা আমিন (Sidra Amin), রামিন শামিম (Rameen Shamim), আলিয়া রিয়াজ (Aliya Riaz), সিদরা নওয়াজ (Sidra Nawaz) (উইকেটকিপার), ফতিমা সানা (Fatima Sana), নাতালিয়া পারভেজ (Natalia Pervaiz), ডায়ানা বেগ (Diana Baig), নাশরা সান্ধু (Nashra Sandhu) ও সাদিয়া ইকবাল (Sadia Iqbal)।

ফের করমর্দন এড়াল ভারত

এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে তিনবার করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার মহিলাদের বিশ্বকাপের ম্যাচে টসের সময়ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না ভারতের অধিনায়ক। ম্যাচের শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।