ICC World Cup 2023: কেরলা পৌঁছল আফগানিস্তান ক্রিকেট দল, দেখে নিন সেই ছবি
শিয়রে বিশ্বকাপ। ওয়ার্ম আপ ম্যাচের আগে কেরলা পৌঁছল আফগানিস্থান ক্রিকেট টিম। মঙ্গলবার সকালে তরুবনন্তপুরম পৌঁছেছে খেলোয়াররা। দেখে নিন সেই ছবি।
18

Image Credit : KCA
মঙ্গলবার সকালে কেরালার রাজধানী শহর তরুবনন্তপুরম পৌঁছল আফগানিস্তান ক্রিকেট টিম।
28
Image Credit : KCA
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ। তারই ওয়ার্মআপ ম্যাচের জন্য কেরালা পৌঁছল ক্রিইকেটররা।
38
Image Credit : KCA
মঙ্গলবার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছেন তাঁরা।
48
Image Credit : KCA
সোমবারই সাউথ আফ্রিকার ক্রিকেট দল পৌঁছেছে কেরালার রাজধানীতে।
58
Image Credit : KCR
আগামী শুক্রবারই ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল।
68
Image Credit : KCR
কেরালার গ্রিনফিল্ড ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি।
78
Image Credit : KCR
শনিবার একই স্টেডিয়ামে প্যাকটিস ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
88
Image Credit : KCR
এরপর ২ অক্টোবর তিরুবনন্তপুরমে আয়োজিত হবে পরবর্তী ওয়ার্মআপ ম্যাচ। ৩ অক্টবর নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নাম্বে ভারত।
Latest Videos