ICC World Cup 2023: কেরলা পৌঁছল আফগানিস্তান ক্রিকেট দল, দেখে নিন সেই ছবি
| Published : Sep 26 2023, 02:44 PM IST
ICC World Cup 2023: কেরলা পৌঁছল আফগানিস্তান ক্রিকেট দল, দেখে নিন সেই ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
মঙ্গলবার সকালে কেরালার রাজধানী শহর তরুবনন্তপুরম পৌঁছল আফগানিস্তান ক্রিকেট টিম।
28
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ। তারই ওয়ার্মআপ ম্যাচের জন্য কেরালা পৌঁছল ক্রিইকেটররা।
38
মঙ্গলবার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছেন তাঁরা।
48
সোমবারই সাউথ আফ্রিকার ক্রিকেট দল পৌঁছেছে কেরালার রাজধানীতে।
58
আগামী শুক্রবারই ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল।
68
কেরালার গ্রিনফিল্ড ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি।
78
শনিবার একই স্টেডিয়ামে প্যাকটিস ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
88
এরপর ২ অক্টোবর তিরুবনন্তপুরমে আয়োজিত হবে পরবর্তী ওয়ার্মআপ ম্যাচ। ৩ অক্টবর নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নাম্বে ভারত।