Virat Kohli-Aiden Markram: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি অন্য দলের ক্রিকেটারদের প্রশংসা করতে কখনও কুণ্ঠাবোধ করেন না। তিনি ৭ বছর আগে এইডেন মার্করামের প্রশংসা করেছিলেন। এখন সেই পোস্ট নিয়ে নতুন করে আলোচনা চলছে।

Virat Kohli's 7-year-old post for Aiden Markram: ২০১৮ সালের ২৪ মার্চ সন্ধে ৬টা বেজে ৩১ মিনিটে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলি (Virat Kohli) লিখেছিলেন, ‘এইডেন মার্করামের ব্যাটিং দেখে আনন্দ হয়।’ সাত বছরেরও বেশি সময় পর নতুন করে সেই পোস্ট নিয়ে আলোচনা চলছে। কারণ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2025) অস্ট্রেলিয়ার (South Africa vs Australia) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের অসাধারণ ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ২৭ বছর পর আইসিসি টুর্নামেন্ট জেতালেন মার্করাম। লর্ডসে (Lords) পাঁচ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের প্রথম ইনিংসে ৬ বল খেলে ০ রানে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে জেতালেন মার্করাম।

এবি ডিভিলিয়ার্সের জন্য আনন্দিত বিরাট

কয়েকদিন আগেই প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। সেদিন মাঠে নেমে বিরাটকে অভিনন্দন জানিয়েছিলেন এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি শনিবার লর্ডসের গ্যালারিতে ছিলেন। দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর বিরাটকে ভিডিও কল করেন এবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দুই তারকার বন্ধুত্ব সর্বজনবিদিত। প্রিয় বন্ধুর দেশ প্রায় তিন দশক পর আইসিসি টুর্নামেন্ট জেতায় খুশি বিরাট। তিনি এবি-কে অভিনন্দন জানিয়েছেন।

Scroll to load tweet…

লর্ডসে ইতিহাস মার্করামের

দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান করলেন মার্করাম। তিনি এই ইনিংসে ১৪টি বাউন্ডারি মারেন। দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন মার্করাম। তিনি যখন আউট হন, তখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য আর মাত্র ৬ রান বাকি। ফলে সমস্যা হয়নি। তবে অপরাজিত থেকে উইনিং স্ট্রোক নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আরও খুশি হতেন মার্করাম। তা করতে না পারলেও, দল চ্যাম্পিয়ন হওয়ায় তিনি খুশি। সারা বিশ্ব তাঁকে অভিনন্দন জানাচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।