South Africa vs Australia: গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে কি প্রথমবার টেস্টে বিশ্বসেরা হতে পারবে দক্ষিণ আফ্রিকা? লর্ডসে (Lords) তৃতীয় দিনের খেলার শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে এগিয়ে প্রোটিয়ারা।
ICC World Test Championship Final 2025: ম্যাচের দু'দিন বাকি। জয়ের জন্য দরকার ৬৯ রান। হাতে আছে আট উইকেট। বিশ্ব ক্রিকেটে ‘চোকার্স’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা (South Africa) কি আইসিসি ট্রফির খরা ঘোচাতে পারবে? বিশাল অঘটন না ঘটলে প্রথমবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship Final 2025) জিততে চলেছে প্রোটিয়ারা। লর্ডসে এই ম্যাচের প্রথম দিন থেকেই দু'দলের ব্যাটিং বিপর্যয় দেখা গিয়েছে। এই বিশ্ববিখ্যাত মাঠে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে ২০০ রানের বেশি টার্গেট তাড়া করে জয় পাওয়ার ঘটনা বিরল। সেখানে শুক্রবার ২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ২১৩। এই পরিস্থিতিতে ম্যাচ হারা কঠিন। দক্ষিণ আফ্রিকা অতীতে বারবার চাপের মুখে ভেঙে পড়লেও, এবার হয়তো সেই ধারা বদলাতে পারে।
এইডেন মার্করামের অপরাজিত শতরান
শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। দলের ৯ রানের মাথায় আউট হয়ে যান ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton)। তিনি ৬ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে কিছুটা লড়াই করেন উইয়ান মালডার (Wiaan Mulder)। তিনি করেন ২৭ রান। ৭০ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ইনিংসের হাল ধরেন ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ও অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। দিনের শেষে ১০২ রানে অপরাজিত মার্করাম। ৬৫ রান করে অপরাজিত বাভুমা। এই দুই ব্যাটার ম্যাচের চতুর্থ দিনও ভালো ব্যাটিং করতে পারলে প্রথমবার টেস্টে বিশ্বসেরা হবে দক্ষিণ আফ্রিকা।
মিচেল স্টার্কের লড়াই
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮ উইকেটে ১৪৪। তৃতীয় দিন মিচেল স্টার্কের অপরাজিত অর্ধশতরানের সুবাদে ২০৭ রান করে অস্ট্রেলিয়া। ৫৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক। তিনি ব্যাট হাতে লড়াই না করতে পারলে হয়তো তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেত। এই পেসার ভালো বোলিংও করছেন। তিনিই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট নিয়েছেন। ফলে এখনও লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া। তবে পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


