Air India Plane Crash: বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। অন্যান্য ক্রীড়াবিদরাও শোকপ্রকাশ করেছেন।
Air India Plane Crash Ahmedabad: বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দল এখন ইংল্যান্ড সফরে (England Tour) আছে। বেকেনহ্যামে (Beckenham) নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁরা কালো আর্মব্যান্ড পরে এই ম্যাচে খেলছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেকেনহ্যামে ইনট্রা-স্কোয়াড ম্যাচে যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা আছেন, তাঁরা কালো আর্মব্যান্ড পরে আছেন। আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক মিনিট নীরবতা পালন করা হয়। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।’
ক্রীড়াবিদদের শোকপ্রকাশ
বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), কে এল রাহুলের (KL Rahul) মতো বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। লর্ডসে (Lords) চলছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final 2025)। শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার (South Africa vs Australia) ক্রিকেটাররা।
বিমানে থাকা বেশিরভাগ যাত্রীরই মৃত্যু
আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে লন্ডনের গ্যাটউইকে (Gatwick) যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India Flight AI171)। কিন্তু উড়ানের মিনিট পাঁচেকের মধ্যেই ভেঙে পড়ে এই বিমান। ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন এই বিমানে। তাঁদের মধ্যে মাত্র একজন বেঁচে গিয়েছেন। বাকি সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


