IND vs BAN Series 2025: আইপিএল পর্ব মিটলেই পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেটে মনোনিবেশ করবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

IND vs BAN Series 2025: চলটি মেগা টি-২০ ক্রিকেট লিগে (T-20 Cricket League) দুর্দান্ত পারফর্ম করা একাধিক তরুণ ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে দলে সুযোগ দিয়ে দেখে নিতে চাইবেন জাতীয় দলের নির্বাচকরা (Selectors)। আইপিএল (IPL 2025) শেষ হলেই, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

আর সূচি অনুযায়ী, ঠিক তারপরেই বাংলাদেশের মাটিতে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ (india vs bangladesh series 2025)। তবে আদৌ এই সিরিজটি খেলা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু কেন?

কারণ, পহেলগাঁও হামলা। এই ঘটনার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক কার্যত, তলানিতে এসে ঠেকেছে। এমতাবস্থায়, আদৌ ভারত ওপার বাংলায় খেলতে যাবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ক্রিকেট লিগ আইপিএল (IPL 2025) চলছে। সেখানেও কোনও বাংলাদেশি ক্রিকেটার নেই।

চলতি টুর্নামেন্ট শেষ হলে, আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ফলে, নতুন করে টেস্ট দল সাজাতে ব্যস্ত হয়ে পড়বে বিসিসিআই (BCCI)। এদিকে এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের পরেই সূচি অনুযায়ী, আসন্ন অগাস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর রয়েছে। এই সফরে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচে খেলা রয়েছে ভারতের। তবে বর্তমানে কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার ঘটনায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারটের কার্যত, যুদ্ধ পরিস্থিতি। এই আবহের মধ্যে বাংলাদেশ কোনদিকে অবস্থান নেবে, তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিককালে এমনিতেই ইউনুস সরকারের সঙ্গে ভারতীয় সরকারের সম্পর্ক একেবারেই ভালো জায়গায় নেই।

এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হতে পারে বলেই মনে করছেন অনেকে। সূত্রের খবর, “এই গুরুত্বপূর্ণ সফর ক্যালেন্ডারের অংশ। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। কারণ, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে একদিনের এবং টি-২০ সিরিজের জন্য ভারতের বাংলাদেশ সফর না হওয়ার সম্ভাবনাই বেশি।”

শুধু তাই নয়, ভারত বনাম পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মাঝে দাঁড়িয়ে আসন্ন এশিয়া কাপের (Asia Cup) আয়োজন নিয়েও সমস্যা তৈরি হতে পারে। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল একে অন্যের দেশে এই টুর্নামেন্টের জন্য যাবেনা বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষ কোনও ভেন্যুতে খেলা হতে পারে (india vs bangladesh series 2025 schedule)।

শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। প্রসঙ্গত, আগামী ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) অনুষ্ঠিত হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।