IND vs ENG Test 2025:ভারত বনাম ইংল্যান্ড সিরিজে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। ব্রিটিশদের জয়ের জন্য দরকার ৩৫০ রান।
IND vs ENG Test 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ইনিংসে সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে বলা ভালো, এক নয় একাধিক রেকর্ড তাঁর দখলে (ind vs eng test 2025)।
কোন কোন নজির তাঁর দখলে?
গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি ইনিংসেই শতরান করার নজির গড়লেন ঋষভ পন্থ। গত ২০০১ সালে, হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার প্রথম ইনিংসে ১৪২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৯৯ রান করে অপরাজিত ছিলেন। আর চলতি সিরিজে পন্থ ১৩৪ এবং ১১৮ রান করলেন। সবথেকে বড় বিষয়, বিশ্বের প্রথম কোনও উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দেশের মাটিতেই একই টেস্টে জোড়া শতরান করলেন তিনি।
তবে একই টেস্টে জোড়া শতরানের নজির রয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের। গত ১৯৪৮ সালে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান করেছিলেন। এই নজির গড়েন সুনীল গাভাস্কার। তিনবার একই টেস্টে জোড়া শতরান করেছিলেন তিনি। দুবার এই নজির রয়েছে রাহুল দ্রাবিড়ের এবং একবার করে এই নজির গড়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা। আর সোমবার, পন্থ সেই তালিকায় নাম লেখালেন।
এছাড়াও একটি টেস্টে ন’টি ছক্কা মারলেন ঋষভ পন্থ। এই কীর্তি একমাত্র ছিল রয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফ এবং বেন স্টোকসের। গত ২০০৫ সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্লিনটফ এই নজির গড়েন। এরপর গত ২০২৩ সালে, সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই স্টোকস এই রেকর্ডটি করেন।

হেডিংলেতে কার্যত, মহারণ
সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (india vs england test series 2025)। যে ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭১ রান তোলে টিম ইন্ডিয়া।
আর সেই ইনিংসে অনবদ্য ক্রিকেট উপহার দেন তিন ভারতীয় ব্যাটার। প্রথমজন হলেন যশস্বী জয়সওয়াল। খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস। এরপর আসা যাক দলের অধিনায়ক শুভমান গিলের কথায়। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। কিন্তু অসাধারণ ইনিংস খেললেন ২২ গজে। করলেন গুরুত্বপূর্ণ ১৪৭ রান। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁর কাঁধে যখন টেস্ট ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন।
কিন্তু এবার নিন্দুকদের সরাসরি জবাব দিলেন শুভমান এবং সেটা ২২ গজে অনবদ্য ক্রিকেটের মধ্য দিয়েই। এছাড়াও আরেকজনের কথা তো বলতেই হবে। আইপিএলে ব্যর্থ হওয়ার পরেও তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়। তিনি হলেন ঋষভ পন্থ। সেই ঋষভও শতরান পেলেন। উপহার দিলেন ১৩৪ রানের ইনিংস। ফলে, ভারত বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে যায়।
![]()
ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট পান টং এবং বেন স্টোকস
এছাড়া ১টি করে উইকেট পান ব্রাইডন কার্স এবং শোয়েব বসির। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও বেশ ভালোই স্কোর করে। তাদের সংগ্রহে ৪৬৫ রান। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন অলি পোপ। তাঁর ঝুলিতে ১০৬ রান। এছাড়া ৬২ রান করেন ডাকেট, ২৮ রান করেন জো রুট, ৪০ রান করেন জেমিয়ে স্মিথ এবং ৩৮ রান করেন ক্রিস ওকস। তবে ১ রানের জন্য শতরান মিস করেন হ্যাঁরি ব্রুক। ৯৯ রানে তাঁর ইনিংস থেমে যায়।
ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। অপরদিকে, ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণ এবং ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। প্রথম ইনিংসে কোনও রান না করতে পারলেও নবাগত সাই সুদর্শন ৩০ রান পেয়েছেন। শুভমান গিল করেছেন ৮ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করলেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। কার্যত, অনবদ্য ইনিংস উপহার দিলেন দুজন। পন্থ করেন ১১৮ রান। প্রথম ইনিংসের পর আবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন। সেইসঙ্গে, শতরান পেলেন রাহুলও।
এমনিতেই নব্বইয়ের ঘরে গিয়েই আউট হয়ে যাওয়ার একাধিক উদাহরণ রয়েছে পন্থের। তাই শতরানের আগে পন্থ কিছুটা বাড়তি সময় নিলেন। একের পর এক বল ছাড়ছিলেন এবং ধরে খেলছিলেন। অনেক সময় ছোট রান নিচ্ছিলেন। শেষপর্যন্ত, শোয়েব বসিরের বলে কভারে বল পাঠিয়ে শতরানটি সম্পূর্ণ করলেন। প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও শতরান করে রীতিমতো নজির গড়ে ফেললেন তিনি।

আইপিএলে ব্যর্থ হওয়ার পরেও তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবার নিন্দুকদের সরাসরি জবাব দিলেন ঋষভ পন্থ এবং করলেন পরপর দুই ইনিংসে সেঞ্চুরি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৩৪ রান।
অন্যদিকে, পিছিয়ে নেই কেএল রাহুলও। প্রথম ইনিংসে তিনি করেন ৪২ রান। তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ শতরান উপহার দিলেন। তাঁর ঝুলিতে ১৩৭ রান। তবে রবীন্দ্র জাদেজা এবং করুণ নায়ার দুটি ইনিংস মিলিয়ে কোনও সুবিধাই করতে পারলেন না। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৬৪ রানে।
ইংল্যান্ড ব্যাট করতে নেমেছে। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। শেষদিন জয়ের জন্য দরকার ৩৫০ রান। ক্রিজে জ্যাক ক্রলে ১২ রানে এবং বেন ডাকেট ৯ রানে অপরাজিত আছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।