IND vs PAK Asia Cup 2025: শুভমান গিল দলে আসার ফলে, ওপেনিং জুটিতে বদল এসেছে। সঞ্জু স্যামসনের জায়গা পরিবর্তন হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে, তাঁকে মিডল অর্ডারে রাখা হয়। 

IND vs PAK Asia Cup 2025: এশীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা লড়াই। চলতি এশিয়া কাপে রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। আর সেই ম্যাচেই ভারতের ব্যাটিং লাইন-আপে আসতে পারে বড় পরিবর্তন।

এমনিতেই শুভমান গিল দলে আসার ফলে, ওপেনিং জুটিতে বদল এসেছে। সঞ্জু স্যামসনের জায়গা পরিবর্তন হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে, তাঁকে মিডল অর্ডারে রাখা হয়। এবার পাকিস্তান ম্যাচের আগে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, নীচের দিকে নামলেও সঞ্জুর ব্যাটিংয়ে কোনওরকম প্রভাব পড়বে না। তিনি ভালোই খেলতে পারবেন।

Scroll to load tweet…

কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ?

তাঁর কথায়, "আমরা জানি যে, সঞ্জু ৫ বা ৬ নম্বরে খুব একটা ব্যাট করেনি। তবে তার মানে এটা নয় যে, ও সেই জায়গায় ভালো খেলতে পারবে না। সঞ্জু স্যামসনের মতো ব্যাটার যে কোনও জায়গায় ভালো খেলতে সক্ষম। দলের প্রয়োজন অনুযায়ী, অধিনায়ক এবং কোচ সেটা ঠিক করবে। তাছাড়া সঞ্জু নিজেও যে কোনও জায়গায় নামতে তৈরি রয়েছেন।”

তিনি আরও জানিয়েছেন, "আমাদের ব্যাটিং অর্ডার অনুযায়ী, যে কোনও ব্যাটার যে কোনও জায়গায় নেমে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কারণ, টিম ইন্ডিয়াতে ৪-৫ জন আগ্রাসী ক্রিকেটার রয়েছেন। ফলে, দলের কোচ এবং অধিনায়ক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয়ে নিশ্চিত যে, সকলেই কমবেশি তৈরি যে কোনও জায়গায় ব্যাট করতে নামার জন্য। তাই কোনও কিছুই এই মুহূর্তে নির্দিষ্ট নয়। প্রত্যেকে নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহাল।”

তাই চলতি এশিয়া কাপের অন্যতম মেগা লড়াইয়ের আগে এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। আর সেই ম্যাচে নামার আগে ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।