সংক্ষিপ্ত

Karun Nair: বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে টেস্টে ত্রিশতরান করা ব্যাটার করুণ নায়ার। তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে।

Karun Nair: ইংল্যান্ড সফরে (England Tour) ভারতের (Team India) টেস্ট দলে থাকবেন করুণ নায়ার (Karun Nair)? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, টেস্ট সিরিজের আগে ভারতীয় এ দলের ইংল্যান্ড সফরে সুযোগ পাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। আইপিএল (IPL 2025) শেষ হওয়ার পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় এ দল (India A Team)। এই সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন করুণ। তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ২০২৪-২৫ মরসুমে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) চতুর্থ সর্বাধিক রান করেছেন করুণ। ৯ ম্যাচ খেলে ৫৪ গড়ে ৮৬৩ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি ৪ ম্যাচে শতরান এবং ২ ম্যাচে অর্ধশতরান করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) সবচেয়ে বেশি রান করেন করুণ। তিনি জাতীয় দলে জায়গা ফিরে পেতে মরিয়া। একাধিকবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই ব্যাটার। ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের আস্থা ফিরে পেতে চান করুণ।

ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত

আইপিএল-এর পর জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতের সিনিয়র দল। ৪৫ দিনের এই সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। ২০ জুন হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় এ দল। আইপিএল-এর প্লে-অফ পর্যায়ের ম্যাচগুলি হবে ২০ মে, ২১ মে ও ২৩ মে। এরপর আইপিএল ফাইনাল ২৫ মে। ফলে ভারতীয় এ দল বেছে নেওয়ার জন্য নির্বাচকরা যথেষ্ট সময় পাচ্ছেন।

আইপিএল-এর পরেই ভারত-ইংল্যান্ড লড়াই

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রথম চারদিনের ম্যাচ হবে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার গ্রাউন্ডে। এই ম্যাচ শুরু হবে ৩০ মে। এর এক সপ্তাহ পর ৬ জুন দ্বিতীয় ম্যাচ শুরু হবে নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে।’ ভারতীয় এ দলে করুণ ছাড়াও একাধিক প্রথম সারির ক্রিকেটার থাকতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।