Asia Cup 2025: এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে ভারতীয় দল রীতিমতো দাপট দেখিয়েছে। কোহলির সেঞ্চুরি থেকে শুরু করে ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলি, একাধিক রেকর্ড যেন শুধু ভারতের ঝুলিতেই।

Asia Cup 2025: এশিয়া কাপের মঞ্চে বুধবার, প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। রাত আটটা থেকে শুরু হবে ম্যাচ। যেখানে ভারতের প্রথম প্রতিপক্ষ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। দুবাই এবং আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ভারত মাঠে নামার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, এশিয়া কাপের পুরনো কিছু রেকর্ড।

রেকর্ডের ছড়াছড়ি

বিরাট কোহলির নামের পাশেই রয়েছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। গত ২০১২ সালে, আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে কোহলির একমাত্র সেঞ্চুরিও ছিল এটি। এরপর ২০১৬ সালে, হংকংয়ের বাবর হায়াতও ১২২ রান করেছিলেন। তবে সেরা বোলিংয়ের রেকর্ডটির অধিকারী কিন্তু ভারতের প্রাক্তন তারকা ভুবনেশ্বর কুমার। কারণ, তিনি ২০১২ সালে, আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র চার রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে একটি দলের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ভারতের দখলে রয়েছে। গত ২০১২ সালে, আফগানিস্তানের বিরুদ্ধে ২১২ রান তোলে ভারত। তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ছাড়া এখনও অবধি অন্য কোনও দল ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। গত ২০১২ সালে, পাকিস্তানের বিরুদ্ধে হংকংয়ের ৩৮ রান টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন দলীয় রান হিসেবে বিবেচিত হয়।

দেখে নিন ভারতীয় দল

এশিয়া কাপের জন্য ভারতীয় দলঃ সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব

স্ট্যান্ডবাইঃ যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।