Hardik Pandya: টেস্ট ক্রিকেটে ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডারের অভাব বেশ ভালোভাবেই অনুভব করছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান।
Hardik Pandya: টেস্ট ক্রিকেটে ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডারের অভাব বেশ ভালোভাবেই অনুভব করছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। গত ২০১৮ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন পান্ডিয়া। তারপর থেকে টানা চোটের কারণে, লম্বা ফরম্যাটের ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে এই তারকাকে।
এশিয়ার পরিস্থিতিতে ভারতের রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মতো স্পিন অলরাউন্ডারের প্রয়োজন। বিদেশের পরিবেশে হার্দিকের মতো কাউকে দরকার। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উদাহরণ টেনে এনে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ ম্যাকমিলান জানিয়েছেন, ''এশিয়ার পিচে জাদেজা, ওয়াশিংটন অথবা আগে আর অশ্বিনের মতো স্পিন-বোলিং করা অলরাউন্ডার চাই। তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো পিচে একজন ফাস্ট-বোলিং অলরাউন্ডার প্রয়োজন। মিডিয়াম পেস বোলিং এবং ব্যাট করতে পারেন, এমন একজন যেমন হার্দিক পান্ডিয়ার মতো একজন খেলোয়াড় ভারতের খুঁজে বের করা উচিত।''
হার্দিকের পরিসংখ্যান
হার্দিক তাঁর ক্যারিয়ারে ১১টি টেস্ট খেলেছেন। ৩১.০৫ গড়ে ১৭টি উইকেট নিয়েছেন। তার মধ্যে একটি পাঁচ উইকেট প্রাপ্তিও রয়েছে হার্দিকের ঝুলিতে। নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জয় এনে দেওয়ার নেপথ্যে ছিলেন তিনি। একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি সহ ৩১.২৯ গড়ে ৫৩২ রান তিনি করেছেন তিনি।
শুভমান গিলের নেতৃত্ব নিয়েও কথা বলেন ম্যাকমিলান। তাঁর কথায়, ''তিনি একজন ভালো অধিনায়ক, এটাই আমার কাছে মনে হয়েছে। প্রথম সিরিজটা খুব কঠিন হয়। এত চাপের মধ্যে থেকেও তিনি কিছু ভুল করে ফেলতে পারেন। তবে, প্রথম সিরিজ থেকে এটা আশা করাই যায়। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি আরও উন্নতি করবেন। তাঁর দল এবং খেলার ধরণ সম্পর্কে গিল আরও ভালোভাবে বুঝতে পারবেন, যা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।''
ইংল্যান্ডের বিরুদ্ধে মোট দশটি ইনিংসে ৭৫.৪ গড়ে ৭৫৪ রান করেছেন শুভমান গিল। তার মধ্যে চারটি শতরান রয়েছে। এই অসাধারণ পারফরম্যান্সের পর, সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


