India tour of England 2025: রোহিত শর্মা টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। তাই সেই জায়গায় নতুন অধিনায়ক কে হবেন, তা ঘোষণা করতেই হত ভারতকে (indian test team for england)।
India tour of England 2025: ইংল্যান্ড সফরের জন্য শনিবার, দল ঘোষণা করল বিসিসিআই (india test squad for england 2025)। সেইসঙ্গে, সামনে এল নতুন অধিনায়কের নাম। ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল, জানিয়ে দিল বোর্ড। অন্যদিকে, ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে তারা (india squad for england test series 2025)।
প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর, এই প্রথমবার বিদেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ় খেলতে যাচ্ছে ভারত। আর সেই দলে ওপেনার হিসেবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। সেইসঙ্গে, অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকেও দলে নিয়েছে বিসিসিআই। ফলে, রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারেও খেলানো হতে পারে বলে মত অনেকের। এরপর তিন নম্বরে খেলার জন্য শুভমন গিল তো নিজে রয়েছেনই। তিনিই দলের অধিনায়ক (india squad for england)।
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছেন করুণ নায়ার
তাই তিনিও দলে সুযোগ পেয়েছে এবং উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। শুধু তাই নয়, তিনি আবার দলের সহ-অধিনায়কও। অপরদিকে টিমের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ধ্রুব জুরেল। সেইসঙ্গে, মিডল অর্ডারে চাপ সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা (india test squad announcement)।
আসন্ন সিরিজে পেস বোলিং আক্রমণ সামলাবেন যশপ্রীত বুমরা। অন্যদিকে, তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ এবং আর্শদীপ সিং। এছাড়া স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে কুলদীপ যাদব (test captain of india 2025)।
কবে নামছে ভারত?
ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২০ জুন প্রথম টেস্টে খেলতে নামছে ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে লিডসে। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই থেকে, খেলা হবে ম্যাঞ্চেস্টার। এরপর তৃতীয় টেস্টটি হবে ঐতিহাসিক লর্ডসে, শুরু ১০ জুলাই থেকে এবং ২৩ জুলাই থেকে ফের ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ওভালে, ৩১ জুলাই থেকে ম্যাচ শুরু।
ভারতীয় দলে কারা রয়েছেন?
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


