India vs Australia: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। শনিবার অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দলে থাকতে পারেন।
KNOW
India Tout of Australia 2025: অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)? শনিবারই স্পষ্ট হয়ে যাবে। ১৯ অক্টোবর পারথে (Perth) ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। অস্ট্রেলিয়া সফরে তিনটি ওডিআই এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। বৃহস্পতিবার শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শনিবার তৃতীয় দিনের খেলা রয়েছে। সেদিনই দল ঘোষণা করা হবে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ঋষভ পন্থ (Rishabh Pant) ও শুবমান গিল (Shubman Gill) অস্ট্রেলিয়া সফরের দলে থাকবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। হার্দিক ও ঋষভের চোট রয়েছে। ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) ঋষভের পা ভেঙে যায়। এশিয়া কাপ (Asia Cup 2025) চলাকালীন চোট পান হার্দিক। তাঁরা ফিট হয়ে উঠতে পারবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শুবমান টানা খেলে চলেছেন। ফলে তাঁকে বিশ্রাম দেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে।
দলে ফিরবেন রোহিত-বিরাট?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির (ICC Champions Trophy 2025) পর থেকেই জাতীয় দলের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এখনও ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত। ফলে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের দলে তাঁর থাকারই কথা। বিরাটেরও ওডিআই দলে ফেরার কথা। এই দুই তারকা ক্রিকেটারই টি-২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাঁরা ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) খেলতে পারেন। তবে বিসিসিআই তাঁদের নিয়ে কী পরিকল্পনা করছে, সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়া সফরের পরেই ছবিটা স্পষ্ট হয়ে যেতে পারে।
অধিনায়ক থাকবেন রোহিত?
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে শতরান করেন বিরাট। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) তিনিই সবচেয়ে বেশি রান করেন। ফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন রোহিত। ফলে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও কারণ নেই। বিরাটকেও দলে রাখা উচিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


