সংক্ষিপ্ত

আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিন প্রথম সেশন পর্যন্ত উত্তেজনা ছিল। কিন্তু ক্রাইস্টচার্চ থেকে ভালো খবর আসতেই এই ম্য়াচ নিয়ে আর কোনও আগ্রহ রইল না।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রথমবার কোনও ম্যাচ গড়াল পঞ্চম দিনে। একইসঙ্গে এই সিরিজে প্রথমবার কোনও ম্যাচ ড্র হতে চলেছে। পঞ্চম দিন এখনও পর্যন্ত মাত্র একটি উইকেট নিতে পেরেছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচের কোনও ফল হওয়ার সম্ভাবনা আর নেই। আমেদাবাদ টেস্ট ড্র হলেও অবশ্য ভারতের কোনও সমস্যা নেই। কারণ, এই সিরিজে রোহিত শর্মার দল ২-১ ফলে এগিয়ে। ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ফলে ভারতীয় দল ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে আমেদাবাদ টেস্টের ফল এখন আর গুরুত্বপূর্ণ নয়। বর্ডার-গাভাসকর ট্রফি যেমন ভারতের হাতেই থাকছে, তেমনই বৃহত্তর লক্ষ্যও পূরণ হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া ফের মুখোমুখি হবে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সেই ম্যাচে জয় পেতে হবে ভারতকে। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতের।

পঞ্চম দিনের শুরুতেই ম্যাথু কুনেম্যানকে এলবিডব্লু করে দিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তারপর থেকে আর উইকেট নিতে পারছেন না ভারতের বোলাররা। অনায়াসে রান করে চলেছেন ট্রেভিস হেড ও মার্নাস লাবুশেন। এই ম্যাচে আর মাত্র একটি সেশন বাকি। ফলে ম্যাচের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই। নিয়মরক্ষার খেলা চলছে। দিনের বাকি ওভারগুলি শেষ হওয়ার অপেক্ষায় ক্রিকেটাররা।

এই সিরিজে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। এই ৩ অলরাউন্ডার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখালেন। সবচেয়ে বেশি উইকেট নিলেন অশ্বিন ও জাদেজা। অক্ষর বেশি উইকেট পাননি ঠিকই, কিন্তু ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখালেন অক্ষর। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শতরান করেন অধিনায়ক রোহিত শর্মা। আমেদাবাদে শতরান করলেন শুবমান গিল ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার পেসাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ৩ স্পিনার নাথান লিয়ন, টড মারফি ও কুনেম্যান। প্রথম ৩ ম্যাচে পিচ থেকে সাহায্য পেয়েছিলেন স্পিনাররা। তবে আমেদাবাদে পিচ থেকে সাহায্য পেলেন ব্যাটাররা। পঞ্চম দিনেও পিচের চরিত্রে বদল হল না। সেই কারণেই আমেদাবাদে ভারতীয় দল জয় পেল না।

আরও পড়ুন-

WTC 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিউজিল্যান্ডের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত

ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা বাঁচিয়ে রাখতে হলে ৪০ ওভারের করে দেওয়া হোক, পরামর্শ শাস্ত্রীর

হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ