India vs Australia Series 2025: টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে শুরু থেকেই নড়বড়ে ছিল তাদের ইনিংস। অধিনায়ক মিচেল মার্শ করেন ৪১ রান, ট্র্যাভিস হেডের সংগ্রহে ২৯ রান এবং ম্যাথিউ শর্টের ঝুলিতে ৩০ রান।

India vs Australia Series 2025: ভারতের বোলিং দাপটে বিপাকে অস্ট্রেলিয়া (ind vs aus odi 2025)। সিডনিতে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে, মুখোমুখি হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (india vs australia odi series)। 

টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া

সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে শুরু থেকেই নড়বড়ে ছিল তাদের ইনিংস। অধিনায়ক মিচেল মার্শ করেন ৪১ রান, ট্র্যাভিস হেডের সংগ্রহে ২৯ রান এবং ম্যাথু শর্টের ঝুলিতে ৩০ রান। অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে, অস্ট্রেলিয়ার ওপেনিং এবং মিডল অর্ডার খুব একটা সুবিধা করতেপারেননি। 

Scroll to load tweet…

এরপর নামা ম্যাট রেনশ কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৫৬ রান এবং অ্যালেক্স ক্যারে করেন ২৪ রান। অন্যদিকে, কুপার কনলি করেন ২৩ রান, মিচেল ওয়েন ১, মিচেল স্টার্ক ২ এবং নাথান এলিসের সংগ্রহে ১৬ রান। 

হর্ষিত রানা একাই নেন ৪ উইকেট

অ্যাডাম জাম্পা ২ রানে অপরাজিত ছিলেন এবং জশ হ্যাজেলউড খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ৪৬ ওভারে, ২৩৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। 

নিঃসন্দেহে এই ম্যাচে ভারতের বোলিং দাপটের কথা বলতেই হয়। দুরন্ত বোলিং করেন হর্ষিত রানা। তিনি একাই নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল।

ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ২৩৭ রানের। 

ভারতের প্রথম একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), কুপার কনলি, মিচেল ওয়েন, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।