India vs Australia Series 2025: দেওয়ালে পিঠ ঠেকে গেলে এত জোরে ঘুরে দাঁড়াও যেন, তোমাকে নিয়ে আবারও কেউ কিছু বলার আগে দুবার ভাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুই তারকার প্রত্যাবর্তন দেখল গোটা ক্রিকেট বিশ্ব।
India vs Australia Series 2025: রূপকথার মতো প্রত্যাবর্তন। এককথায় বলতে গেলে, রাজকীয় ইনিংস (ind vs aus 3rd odi 2025)। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এইভাবেই ফিরে আসতে হয়। লড়াই, অধ্যাবসা এবং প্র্যাকটিস! প্রমাণ করল, আসলে অসম্ভব বলে কিছু নেই। সময় দাও, বিষয়টার গুরুত্ব বুঝে উপলব্ধি করো এবং তারপরেই ‘কল অফ অ্যাকশন' (in vs aus)।
ক্যারিয়ারে যখন একাধিক চ্যালেঞ্জ আসে, হয়ত বা কারও জীবনে সেই পরিস্থিতিতে ভালোবাসার মানুষও হাত ছেড়ে যায়! কিন্তু লড়তে যে হবেই। ভালো কিছুর জন্য। সময় ঘুরবেই এবং সমালোচকদের মুখের উপর যোগ্য জবাব তো দিতেই হবে। রোহিত-কোহলির ইনিংস যেন সেই অনুপ্রেরণা হয়ে এল। ২২ গজ থেকে জীবনের ক্রিজ, আঁকড়ে থেকে বাঁচো।
জিততে হবেই। এই অসাধারণভাবে ফিরে আসাকে হারাতে দিও না। ব্যাটে রানের খরা, কিন্তু যখন তা এল, বহুগুণে এল। প্রমাণ হয়ে গেল, খারাপ সময় দীর্ঘস্থায়ী নয়।

দেওয়ালে পিঠ ঠেকে গেলে এত জোরে ঘুরে দাঁড়াও যেন, তোমাকে নিয়ে আবারও কেউ কিছু বলার আগে দুবার ভাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুই তারকার প্রত্যাবর্তন দেখল গোটা ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির পর, তাদের দুজনের অবসর নিয়ে জল্পনা শুরু।
অস্ট্রেলিয়া সিরিজের আগে শুভমানকে অধিনায়ক হিসেবে বেছে নিতেই, সেই জল্পনা যেন অন্য মাত্রায় পৌঁছে গেল। তারপর টানা দুই ম্যাচে ব্যর্থতা। প্রশ্ন হাজার, কিন্তু মাটিতে যে রাজার পা পড়বেই। ‘শের, শেরই হোতা হ্যায়'
![]()
শনিবারের সিডনি, যেন উজ্জ্বল দুই নক্ষত্রের রাজকীয় কামব্যাকের দিন। তারিখটা মনে থাকুক? ২৫.১০.২০২৫, ‘দ্য কামব্যাক ডে'। ক্রিকেটপ্রেমীদের বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে ২২ গজে তখন ব্যাট করছেন বিরাট-কোহলি জুটি।

কখনও কভার ড্রাইভ, কখনও পুল, আবার কখনও লং অনে বড় শট। রানের গতি বাড়ছে, দুর্বার গতিতে ব্যাট চালাচ্ছেন দুই তারকা। সবুজ গালিচায়, মিষ্টি হাসিতে জবাব দিয়ে চলেছেন তারা। মন্ত্রমুগ্ধ গোটা স্টেডিয়াম। গায়ে কাঁটা দিচ্ছে অনেকের।
অজিদের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে, বিরাট-কোহলির দাপট চলছে। আর তা থামল এসে ম্যাচ শেষে। অনবদ্য প্রত্যাবর্তন। অবিস্মরণীয় বললেও কি কম বলা হবে? গ্যালারি জুড়ে যেন তখন শুধুই চিৎকার। কারও চোখে কি জল?

এইভাবেই যে ফিরতে হয়। ১২১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিলেন রোহিত শর্মা। যার মধ্যে রয়েছে ১৩টি চার এবং ৩টি ছয়। সেইসঙ্গে, কোহলির ব্যাট থেকে এল ৭৪ রানের ঝকঝকে ইনিংস। ৭টি চার মেরেছেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন দুজনে। আর বুঝিয়ে দিলেন, তারা আসলে ফুরিয়ে যাননি। কারণ, রোহিত-বিরাটরা শুধু জ্বলে উঠতে জানেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।