India vs Australia Women: দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে ভারতের প্রমীলা বাহিনী।

India vs Australia Women: লড়াই আসলে একেই বলে। স্মৃতির পাতায় থেকে যাওয়ার মতো ইনিংস খেললেন ভারতের স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দুর্দান্ত ক্রিকেট উপহার দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা। এটিকে তাঁর স্বপ্নের ফর্মও বলা চলে (australia women vs india women)। 

অসাধারণ ইনিংস উপহার দিলেন ভারতের স্মৃতি মান্ধানা

Scroll to load tweet…

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে ভারতের প্রমীলা বাহিনী। চলতি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচটি ছিল সিরিজ জয়ের জন্য নির্ধারক ম্যাচ। তবে সেই ম্যাচটি অস্ট্রেলিয়া জিতলেও, অসাধারণ ইনিংস উপহার দিলেন ভারতের স্মৃতি মান্ধানা। 

অজিরা এই ম্যাচে ৪১২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, ইন্ডিয়াও যথেষ্ট লড়াই করে। তারা করে ৩৬৯ রান। কিন্তু এইসব কিছুর থেকেও যেটা সবথেকে বড় বিষয়, তা হল স্মৃতির অনবদ্য ইনিংস। 

টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে

তাঁর স্বপ্নের ইনিংস বলা চলে। প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিন বাদেই মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে। ঠিক তার আগে, স্মৃতির এই ইনিংস নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে। 

এদিন মাত্র ৫০ বলে দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। ২২ গজে স্মৃতির দাপট বুঝিয়ে দিল যে, পিছিয়ে নেই ভারত। বরং, লড়াই হবে সমানে সমানে। শনিবার, ৬৩ বলে ১২৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন স্মৃতি। তাঁর এই ইনিংসে ছিল মোট ১৭টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১৯৮.৪১। 

সবথেকে বড় বিষয়, তাঁর ব্যাটিং দক্ষতা এবং মারকুটে ইনিংস যেকোনও প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। আর এই ইনিংসের সুবাদেই স্মৃতি পেরিয়ে গেলেন বিরাট কোহলিকেও। কারণ, গত ২০১৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৫২ বলে শতরান করেন কোহলি। 

কিন্তু শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতের আরেক তারকা স্মৃতি মান্ধানা। কারণ, তাঁর সেঞ্চুরি এসেছে মাত্র ৫০ বলে। অন্যদিকে, মহিলাদের একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের তালিকায় সবার প্রথমে রয়েছে মেগ ল্যানিং-এর নাম। তিনি ২০১২ সালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেন। 

আর এদিনের এই বিধ্বংসী ইনিংসের পর, তাঁর ঠিক পরেই স্থান করে নিলেন স্মৃতি। নিঃসন্দেহে ২২ গজের 'স্মৃতির পাতায়' থেকে যাবে স্মৃতি মান্ধানার এই বিধ্বংসী ইনিংস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।