India vs Bangladesh Series: জল্পনাই যেন সত্যি হতে চলেছে। আগামী অগাস্ট মাসে, বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট দল। 

India vs Bangladesh Series: বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। বাংলাদেশ সফরে গিয়ে ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এই সিরিজটি আগামী ১৭ই অগাস্ট থেকে ঢাকায় শুরু হওয়ার কথা ছিল (india bangladesh series called off)। কিন্তু বিসিসিআই এখন এই সিরিজে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতিই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে মনে করছেন অনেকে (india bangladesh series cancelled)।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান

মাত্র কয়েক মাস আগে, বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে গৃহযুদ্ধ শুরু হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর নোবেল জয়ী মহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তবে তাঁর ক্ষমতায় গআসার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। মহম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে একাধিক বিরুপ মন্তব্য করে বসেন।

কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই?

এছাড়াও চিনে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা, সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন এবং পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া সহ একাধিক বিষয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে যেন আরও স্পষ্ট হয়ে গেছে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতীয় দলের বাংলাদেশ সফর করাটা ঠিক হবে না বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ

তবে হ্যাঁ, এটি শুধুমাত্র বিসিসিআই এর নিজস্ব সিদ্ধান্ত নয়। ভারতীয় দল যাতে বাংলাদেশ সফরে না যায়, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজেও বিসিসিআইকে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। এবার সম্ভবত বাংলাদেশের বিরুদ্ধেও সেই একই অবস্থান নিতে চলেছে তারা।

বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল

প্রসঙ্গত, এশিয়া কাপ আয়োজনের জন্য বড় একটা পরিমাণ টাকা আসে ভারতীয় স্পনসর এবং সম্প্রচারকারীদের কাছ থেকে। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI) ২০২৪ সালে, এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব ৮ বছরের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে। এবার যদি বিসিসিআই এশিয়া কাপ থেকেও সরে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে ভারতীয় স্পনসর এবং সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়াও সরে দাঁড়াবে। ফলে, আখেরে বড় ক্ষতির মুখে পড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যার মাথায় বসে আছেন পাকিস্তানের ক্রিকেট কর্তা মহসিন নকভি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।