India vs Bangladesh Women: সতীর্থরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ঘিরে ধরেন প্রতীকা রাওয়ালকে এবং মাঠে আসেন ফিজিও। এরপর সাপোর্ট স্টাফের সহায়তায় ভর করে কোনওরকমে উঠে দাঁড়ান তিনি এবং তাঁকে বাউন্ডারি লাইনের বাইরে নিয়ে গিয়ে হাঁটানোর চেষ্টা করা হয়।
India vs Bangladesh Women: মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার, আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামে ভারত (india women vs bangladesh women)। সেই ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য ভেস্তে যায়। কিন্তু চোট পান প্রতীকা রাওয়াল (india women vs bangladesh women)।
তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়
বাংলাদেশের ইনিংস চলাকালীন ম্যাচের ২১ ওভারের শেষ বলে, শারমিন আখতারের শট চলে যায় ডিপ মিড উইকেটের দিকে। তখনই প্রতীকা বাউন্ডারি বাঁচাতে ছোটেন। কিন্তু বৃষ্টি হওয়ার ফলে, আউটফিল্ড কিছুটা পিচ্ছিল ছিল। সেই কারণেই, বাজেভাবে মাঠে পড়ে যান তিনি। সেই সময়ই, তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়।
তারপরেই সতীর্থরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ঘিরে ধরেন প্রতীকা রাওয়ালকে এবং মাঠে আসেন ফিজিও। এরপর সাপোর্ট স্টাফের সহায়তায় ভর করে কোনওরকমে উঠে দাঁড়ান তিনি এবং তাঁকে বাউন্ডারি লাইনের বাইরে নিয়ে গিয়ে হাঁটানোর চেষ্টা করা হয়।
রাওয়াল হাঁটু এবং গোড়ালিতে জোরালো চোট পান?
কিন্তু তাঁর চোখেমুখে যন্ত্রণা ছিল। তারপর প্রতীকার পরিবর্তে ফিল্ডিং করতে নামেন অরুন্ধতী রেড্ডি। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময়, টিম ইন্ডিয়ার অলরাউন্ডার প্রতীকা রাওয়াল হাঁটু এবং গোড়ালিতে জোরালো চোট পান। বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে সর্বদা পর্যবেক্ষণে রাখছে।”
অন্যদিকে, বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ৩০ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচের আগেই প্রতীকার চোট কিছুটা চিন্তায় রাখবে হরমনপ্রীতদের। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়, বাউন্ডারি বাঁচাতে গিয়ে পড়ে যান তিনি। তখনই তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

