India vs South Africa: টেস্ট দলে ফেরার প্রস্তুতি হিসেবে বাভুমা এই মাসের ৩০ তারিখে বেঙ্গালুরুতে ভারত 'এ' দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে খেলবেন।
India vs South Africa: অধিনায়ক টেম্বা বাভুমা ফিরলেন দক্ষিণ আফ্রিকার দলে (South Africa squad for India tour)। আগামী মাস থেকেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। সেইজন্যই এবার দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (india vs south africa test series 2025 squad)।
বাম উরুর চোটের কারণে, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি বাভুমা। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম।
অফ-স্পিনার সাইমন হার্মারও দলে রয়েছেন
জানা যাচ্ছে, টেস্ট দলে ফেরার প্রস্তুতি হিসেবে বাভুমা চলতি মাসের ৩০ তারিখ, বেঙ্গালুরুতে ভারত 'এ' দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে খেলবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও জায়গা পেয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা বিধ্বংসী ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস দলে নিজের জায়গা ধরে রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা অভিজ্ঞ অফ-স্পিনার সাইমন হার্মারও দলে রয়েছেন।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার এবং কেশব মহারাজ। ৩৬ বছর বয়সী হার্মার ২০১৫ সালে, ভারতে টেস্ট সিরিজ খেলা দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন। সেই দুই ম্যাচের সিরিজে হার্মার ১০টি উইকেট পান। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আট উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হার্মার।
আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট। উল্লেখযোগ্য বিষয় হল, গুয়াহাটিতে এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সাইমন হার্মার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরিয়েন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

