India vs England 4th Test 2025: শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। আপাতত প্রথম দিনের খেলা শেষ। 

India vs England 4th Test 2025: ম্যাঞ্চেস্টারে বুধবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (india national cricket team vs england cricket team match scorecard)। এই ম্যাচ ভারতের কাছে কার্যত, মরণবাঁচন ম্যাচ। কারণ, এই টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। 

যেহেতু ইংল্যান্ড আগের ম্যাচটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে, তাই সমতা ফেরাতে গেলে টিম ইন্ডিয়াকে এই টেস্টে জয় ছিনিয়ে আনতেই হবে (4th test ind vs eng)। 

Scroll to load tweet…

টসে জিতে বোলিং নেয় ইংল্যান্ড 

প্রথমে ব্যাট করতে নেমে, আপাতত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল বেশ ভালো খেলেন এদিন। খেলেন ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। কেএল রাহুল করেন ৪৬ রান, সাই সুদর্শনের ঝুলিতে ৬১ রান এবং অধিনায়ক শুভমান গিলের সংগ্রহে ১২ রান। তবে দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ রিটায়ার্ড হার্ট হয়ে ৩৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান। চোটে আবারও কাবু তিনি। 

এদিনের ম্যাচে অভিষেক হয় ভারতীয় পেসার আংশুল কাম্বোজের 

Scroll to load tweet…

অন্যদিকে, এই টেস্টে দলে রয়েছেন যশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। প্রথমদিন খেলার গুরুত্বপূর্ণ সময়ে, জয়সওয়াল এবং রাহুলের ৫০ রানের পার্টনারশিপ ভারতকে বেশ সাহায্য করে। টেস্টে ক্রিকেটে যশস্বী তাঁর নিজের ক্যারিয়ারের ১২ তম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন এদিন। 

সেইসঙ্গে, সাই সুদর্শনের হাফ সেঞ্চুরির কথাটিও বলতেই হয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে, ১০০০ তম রান পূর্ণ করলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। আপাতত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান। ক্রিজে রবীন্দ্র জাদেজা ১৯ রানে এবং শার্দূল ঠাকুরও ১৯ রানে অপরাজিত আছেন। 

ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।