India vs England 4th Test 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ।
India vs England 4th Test 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের জন্য বড় ধাক্কা। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ চোট পেয়ে মাঠ ছাড়লেন। তাঁর ব্যক্তিগত স্কোর তখন ৩৭ রান। সেইসময়, চোট পান তিনি। ইংল্যান্ড পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে পন্থের পায়ে এসে বল লাগে। পায়ের ছোট আঙুলের উপর সেই বল এসে লাগে। আর বল লাগার পরেই, সেই জায়গাটি অনেকটা ফুলে যায়। সঙ্গে রক্তও পড়তে থাকে।
হাঁটতে অসুবিধা হওয়ার ফলে, মাঠ থেকে তাঁকে বিশেষ গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি আদৌ চলতি টেস্টে খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়।
এদিকে, একটি ঐতিহাসিক কীর্তিও গড়ে ফেলেছেন পন্থ। ইংল্যান্ডে ১০০০ রান পূর্ণ করা প্রথম বিদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হলেন তিনি। ম্যাঞ্চেস্টার টেস্টে ২৬ রান পূর্ণ করার পর, পন্থ এই কীর্তি অর্জন করেছেন। তাঁর ২৪ তম ইনিংসে এই রেকর্ডটি গড়লেন। ইংল্যান্ডের মাটিতে ১০০০ রান পূর্ণ করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটারও হলেন ঋষভ পন্থ। এদিন কেএল রাহুলও ইংল্যান্ডে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
২৫টি ইনিংস খেলে রাহুল এই কীর্তি অর্জন করেন
ইংল্যান্ডে সর্বাধিক রান সংগ্রাহক হলেন সচিন তেন্ডুলকার। ৩০টি ইনিংসে ১৫৭৫ রান করেছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় আছেন দ্বিতীয় স্থানে। মোট ২৩টি ইনিংসে ১৩৬৭ রান করেছেন দ্রাবিড়। ২৮টি ইনিংস খেলে ১১৫২ রান করে সুনীল গাভাস্কার আছেন তৃতীয় স্থানে। আর তাদের ঠিক পরেই আছেন বিরাট কোহলি। ৩৩টি ইনিংসে ১০৯৬ রান করেছেন কোহলি। ২৯টি ইনিংসে ৯৬৯ রান করেছেন রবীন্দ্র জাদেজা। তাই জাদেজারও এই কীর্তি অর্জন করার সুযোগ রয়েছে।
অন্যদিকে, এই টেস্টে দলে রয়েছেন যশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। প্রথমদিন খেলার গুরুত্বপূর্ণ সময়ে, জয়সওয়াল এবং রাহুলের ৫০ রানের পার্টনারশিপ ভারতকে বেশ সাহায্য করে। টেস্টে ক্রিকেটে যশস্বী তাঁর নিজের ক্যারিয়ারের ১২ তম হাফ সেঞ্চুরিটি করে ফেললেন এদিন।
সেইসঙ্গে, সাই সুদর্শনের হাফ সেঞ্চুরির কথাটিও বলতেই হয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে, ১০০০ তম রান পূর্ণ করলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। আপাতত প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান। ক্রিজে রবীন্দ্র জাদেজা ১৯ রানে এবং শার্দূল ঠাকুরও ১৯ রানে অপরাজিত আছেন।
ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

