সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়াল ভারতীয় দল।

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল। শুক্রবার পুণেতে চতুর্থ টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দিল ভারত। এখন সিরিজের ফল ৩-১। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। সেই ম্যাচও জিতে সিরিজের ফল ৪-১ করাই সূর্যকুমার যাদবদের লক্ষ্য। শুক্রবার ভারতীয় দলের জয়ের নায়ক শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। তৃতীয় টি-২০ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে না গেলে রাজকোটেই সিরিজ জিতে যেত ভারত। তবে পুণেতে সেই কাঙ্খিত জয় এল। এই টি-২০ সিরিজ জয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে নেওয়াই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য।

হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন

ভারতের বোলারদের দাপট

বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও, শেষপর্যন্ত ১৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ২৬ বলে ৫১ রান করেন হ্যারি ব্রুক। তাঁকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান বরুণ। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৯ বলে ৩৯ রান করেন। অপর ওপেনার ফিল সল্ট ২১ বলে ২৩ রান করেন। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবি। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি, 'খেলা উপভোগ করো,' বার্তা হরভজন সিংয়ের

বিরাট কোহলিকে দেখতে বাঁধ ভাঙল জনতার উচ্ছ্বাস, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, জখম কয়েকজন

তাঁর রিপোর্টের উপরেই জসপ্রীত বুমরার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, কে এই চিকিৎসক রোয়ান শাউটেন?