সংক্ষিপ্ত

১২ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর খেলা দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাঁধ ভাঙল। 

১২ বছর পর রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ম্যাচ বা আইপিএল-এর মতো টিকিটের দাম চড়া নয়। নিরাপত্তার কড়াকড়িও তেমন নেই। কাছ থেকে বিরাটকে দেখার সুযোগ পাওয়া যাবে। এসব কথা ভেবে বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় জমান বহু ক্রিকেটপ্রেমী। সবাই গ্যালারিতে ভালো জায়গায় বসার জন্য একে অপরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন। সেখান থেকেই ঘটে গেল বিপত্তি। অরুণ জেটলি স্টেডিয়ামের ১৬ নম্বর গেটের বাইরে এমনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল, পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হল। ধাক্কাধাক্কির মধ্যে গেটের বাইরে পড়ে যান একাধিক দর্শক। অন্তত তিনজন দর্শক জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক নিরাপত্তারক্ষীও জখম হন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে দর্শকরা ছুটতে শুরু করে দেন। তাঁদের অনেকের জুতো খুলে যায়। খালি পায়েই ছুটে ঘটনাস্থল থেকে চলে যান দর্শকরা। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর জখম দর্শকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এক দর্শকের পায়ে চোট লেগেছে। তাঁর পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে। দিল্লি ক্রিকেট সংস্থা ও দিল্লি পুলিশের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

কীভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল?

দর্শকদের একাংশের অভিযোগ, দিল্লি ক্রিকেট সংস্থার কর্তাদের দূরদর্শিতার অভাবের জন্যই বৃহস্পতিবার সকালে বিশৃঙ্খলা তৈরি হয়। কর্তাদের বোঝা উচিত ছিল, বিরাটের খেলা দেখার জন্য বহু দর্শক আসবেন। গ্যালারিতে দর্শকদের জন্য নির্দিষ্ট আসন ভর্তি থাকবে, এটাই ধরে নেওয়া উচিত ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে প্রথমে অরুণ জেটলি স্টেডিয়ামের মাত্র তিনটি গেট দিয়ে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করা হয়। বাকি গেটগুলি বন্ধ ছিল। এর ফলে সমস্যা তৈরি হয়। ভিড় বাড়ছে দেখে পরে অন্য একটি গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি গেট মেট্রো স্টেশনের কাছে ১৬ ও ১৭ নম্বর গেট। এই কারণে বৃহস্পতিবার সকাল আটটা থেকেই এই দু'টি গেটের বাইরে দর্শকদের ভিড় বাড়ছিল। সকাল ৯টায় গেট খোলা হয়। ভিড় সামাল দিতে বিষেণ সিং বেদী স্ট্যান্ডও খুলে দেওয়া হয়। কিন্তু শুরুতে গৌতম গম্ভীর স্ট্যান্ড দিয়ে প্রবেশ করছিলেন দর্শকরা। গেটের বাইরে এক ঘণ্টা অপেক্ষা করার পর দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। গেট খুলতেই তাঁরা দ্রুত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে থাকেন। এর ফলে বিপত্তি ঘটে যায়। ১৬ নম্বর গেট খুলতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে শিশু ও কিশোররা সমস্যায় পড়ে। অনেকেই নিজেদের সন্তানদের কাঁধে তুবে নেন। নিরাপত্তারক্ষীরা দর্শকদের অন্য গেট দিয়ে প্রবেশের অনুরোধ করেন। ধাক্কাধাক্কির মধ্যে যাঁরা পড়ে যান, তাঁদের ধাক্কা দিয়েই অনেকে স্টেডিয়ামে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীরা দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানান। কিন্তু কোনও অনুরোধই দর্শকদের কানে যায়নি।

দিল্লি ফিল্ডিং করায় শান্ত হয় পরিস্থিতি

এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী ছিলেন না। ফলে দর্শকদের সঙ্গে আপত্তিকর কোনও বস্তু আছে কি না, তা পরীক্ষা না করেই স্টেডিয়ামে প্রবেশ করতে দিতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, দর্শকদের আধার কার্ডের প্রতিলিপি দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। কিন্তু বিশৃঙ্খলার মধ্যে আর কোনও দর্শকের আধার কার্ড খতিয়ে দেখা সম্ভব হয়নি। স্কুল-কলেজের পড়ুয়াদের ১৬ নম্বর গেটের বাইরে ব্যাগ রেখে প্রবেশ করতে বলেন নিরাপত্তারক্ষীরা। দিল্লি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অনেক দর্শকই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুতে তাঁদের গ্যালারি ছাড়ার অনুমতি দেননি নিরাপত্তারক্ষীরা। বাদানুবাদের পর অবশ্য দর্শকদের চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা পর অতিরিক্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মেলবোর্নে দর্শকদের কটূক্তি, গ্যালারির দিকে এগিয়ে গেলেন বিরাট কোহলি, তারপর? ভাইরাল ভিডিও

বিরাট কোহলি এখনও তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার? কী বলছেন স্যাম কনস্টাস?

মেলবোর্নে স্যাম কনস্টাসকে ধাক্কা, আইসিসি-র শাস্তির মুখে পড়বেন বিরাট কোহলি?