সংক্ষিপ্ত
২০১২ সালের পর প্রথমবার রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরেছেন বিরাট কোহলি। তাঁর খেলা দেখতে প্রথম দিন দর্শকদের উচ্ছ্বাস বাঁধ ভাঙল।
রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে চলতি রঞ্জি ট্রফি ম্যাচে খেলছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের এই তারকাকে ম্যাচ উপভোগ করার বার্তা দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বিরাট কোহলি একজন আদর্শ ক্রিকেটার। তরুণরা তাঁকে অনুসরণ করবে। রান করলে বা না করলে তা আলাদা ব্যাপার। আমি যদি বিরাট কোহলি হতাম, তাহলে খেলা উপভোগ করতাম। আমরা যখন ক্রিকেট খেলতে শুরু করি তার কারণ হল, আমরা এটি উপভোগ করি। আপনি যখন বিরাটের পর্যায়ে পৌঁছন, তখন চাপ এবং প্রত্যাশা সামনের আসনে থাকে এবং খেলা উপভোগ করা পিছনের আসনে চলে যায়। আমি চাই ও খেলা উপভোগ করুক এবং তরুণদের বলুক কীভাবে বিরাট কোহলি হতে হয়।’
১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে বিরাট
২০১২ সালের পর প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরেছেন বিরাট। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন তাঁদের প্রিয় তারকাকে খেলার দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের গেটে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। একাধিক দর্শক জখম হন। ম্যাচ চলাকালীনও দর্শকদের উন্মাদনার ছবি দেখা যায়। বিরাটের একজন অনুরাগী নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়ে বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন। তখন বাকি দর্শকরা উল্লসিত হয়ে ওঠেন। বিরাটকে ঘিরে দর্শকদের এই উন্মাদনা হরভজনেরও চোখে পড়েছে। বিরাটকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসে খুশি হরভজন। তিনি চাইছেন বিরাটও ম্যাচ উপভোগ করুন।
ফর্মে ফেরার লক্ষ্যে বিরাট
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। তিনি এক ইনিংস শতরান করলেও, বাকি ইনিংসগুলিতে বড় রান পাননি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে তিন সপ্তাহও বাকি নেই। ঘরোয়া ক্রিকেটে খেলার মাধ্যমে ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যে বিরাট। হরভজনেরও আশা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছন্দে ফিরবেন বিরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিরাট কোহলিকে দেখতে বাঁধ ভাঙল জনতার উচ্ছ্বাস, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, জখম কয়েকজন
মেলবোর্নে দর্শকদের কটূক্তি, গ্যালারির দিকে এগিয়ে গেলেন বিরাট কোহলি, তারপর? ভাইরাল ভিডিও
বিরাট কোহলি এখনও তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার? কী বলছেন স্যাম কনস্টাস?