India vs England: আইপিএল (IPL 2025) শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। শনিবার এই সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল (Shubman Gill) এবং সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

Rishabh Pant Vice Captain: টেস্ট ক্রিকেটে (Test Cricket) ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চলতি আইপিএল-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তারপরেও কীভাবে টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেন ঋষভ? এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। তিনি বলেছেন, ‘ও সহ-অধিনায়ক। গত চার-পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে ও অন্যতম সেরা ব্যাটার। ও প্রায় ৪০টি টেস্ট ম্যাচ খেলেছে। উইকেটকিপার হিসেবে ও সবসময় ম্যাচের উপর নজর রাখতে পারে। এই অভিজ্ঞতা অমূল্য। এই কারণেই ও এখন শুবমানের (Shubman Gill) সহকারী। ও অভিজ্ঞতা দিয়ে শুবমানকে সাহায্য করতে পারবে। ও একজন অবিশ্বাস্য খেলোয়াড়। আগামী বছরগুলিতে যারা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই খেলোয়াড়দের দিকেই আমাদের নজর আছে।’

দায়িত্ব পালন করতে পারবেন ঋষভ?

২০২০ সাল থেকে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সফল ব্যাটার ঋষভ। তিনি দেশের পাশাপাশি বিদেশেও অনেক ভালো ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়েছেন। কিন্তু তাঁর মানসিকতা নিয়ে সমস্যা আছে। অনেক সময়ই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান এই উইকেটকিপার-ব্যাটার। তবে আগরকরের আশা, সহ-অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করবেন ঋষভ

বিদেশের মাটিতে ভালো পারফরম্যান্স ঋষভের

এখনও পর্যন্ত ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋষভ। তাঁর মোট রান ২,৯৪৮। টেস্টে ঋষভের ব্যাটিংয়ের গড় ৪২.১১। এই বাঁ হাতি ব্যাটার ৬টি শতরান এবং ৫টি অর্ধশতরান করেছেন। তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করেছেন। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জয়ে বড় অবদান ছিল ঋষভের। ব্রিসবেনের গাব্বায় ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতীয় দলকে জেতান ঋষভ। তাঁর সেই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। এবার সহ-অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে ঋষভ ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশায় আগরকর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।